কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গোলাপবাগে যাবে না বিএনপি, পেছাতে পারে সমাবেশ

গোলাপবাগে যাবে না বিএনপি, পেছাতে পারে সমাবেশ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ হওয়ার কথা। তবে মহাসমাবেশ নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়েছে। দলটি সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন চাইলেও বুধবার দুপুরে মহানগর পুলিশ সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেয়। এমন প্রেক্ষাপটে মহাসমাবেশের ভেন্যুসহ করণীয় নির্ধারণে বিকেলে স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি। বৈঠকের পর বিএনপির তরফ থেকে পুলিশকে জানানো হয়, তারা গোলাপবাগে যাবে না, প্রয়োজনে একদিন পরে সমাবেশ করতেও তারা রাজি আছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশস্থল নিয়ে কোনো সুরাহা হয়নি।

এদিকে সমাবেশে যোগ দিতে রাজধানীতে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী এসে হাজির হয়েছেন। বুধবার বিকেল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগতদের ভিড় দেখা যায়।

আরও পড়ুন : বিএনপি কার্যালয়ের সামনে বিপুল পুলিশ, জলকামান-রায়ট কার

গত ১২ জুলাই ঢাকায় সমাবেশ থেকে একদফার ঘোষণা দেয় বিএনপি। এরপর ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ দেশব্যাপী পদযাত্রা দিয়ে একদফা আন্দোলনে নামে দলটি। পরবর্তীতে ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। ওইদিন যুগপৎ আন্দোলনের অন্যান্য শরিক দল ও জোটগুলোও ঢাকায় পৃথকভাবে মহাসমাবেশ ডাকে। একদফা ঘোষণার ১৫ দিনের মাথায় এই মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি।

জানা গেছে, দলটি একদফার আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতেই এই মহাসমাবেশ ডেকেছে। সরকার ‘নির্বাচনী সংকট’ সমাধানে আগ্রহী নয় ধরে নিয়েই বিএনপি তাদের আন্দোলন পরিকল্পনা এখন রাজপথে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে।

রাজধানীতে ডাকা এই মহাসমাবেশে নজিরবিহীন উপস্থিতি ঘটানোর জন্য গত পাঁচ দিন ধরে সবধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের হাইকমান্ডের পক্ষ থেকে নেতাকর্মীদের ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেওয়া হয়েছে। সাংগঠনিক সব ইউনিটে সর্বোচ্চ সমাগম নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ‘চলো চলো, ঢাকা চলো’ এমন স্লোগান উঠেছে। তবে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করলেও একদিন আগেও সমাবেশস্থলের কোনো সুরাহা হয়নি।

আরও পড়ুন : এক দফার মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নিবে: তাবিথ আউয়াল

জানা গেছে, গতকাল দুপুরে ডিএমপি বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দেওয়ার পর দলটির স্থায়ী কমিটির সদস্যরা ভার্চুয়ালি বৈঠক করেন। বৈঠক শেষে পুলিশকে জানিয়ে দেওয়া হয়, তারা গোলাপবাগে সমাবেশ করবে না। প্রয়োজনে একদিন পর আগামীকাল শুক্রবার তারা সমাবেশ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার মহাসমাবেশ সফল করতে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে বিএনপির। এর একটি হচ্ছে, সমাবেশে বাধা না দিলে তারা শান্তিপূর্ণভাবেই মহাসমাবেশ করবে। সেক্ষেত্রে মহাসমাবেশ থেকে একদফা দাবি আদায়ে সরকারকে ৬০ ঘণ্টার আল্টিমেটাম দিতে পারে দলটি। এ সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া না গেলে আগামী ৩০ জুলাই থেকে ঢাকায় ঘেরাওসহ টানা কর্মসূচিতে যেতে পারে। নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হতে পারে। পরে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় ঘেরাওসহ ঢাকায় একাধিক সমাবেশের কর্মসূচি আসতে পারে। সপ্তাহব্যাপী কিংবা ১০ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলতে পারে। এরপর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারণে সাময়িক বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে ফের কর্মসূচিতে যেতে পারে বিএনপি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আর সমাবেশে বাধা কিংবা সমাবেশ ভন্ডুল করে দিলে সেক্ষেত্রে রাজধানীর একাধিক জায়গায় নেতাকর্মীরা জমায়েত হয়ে সমাবেশ করতে পারেন অথবা টানা অবস্থানের কর্মসূচিও আসতে পারে। তবে এ সবই আলোচনার পর্যায়ে আছে। সব কিছু নির্ভর করবে সরকার মহাসমাবেশ ঘিরে কী ধরনের পদক্ষেপ নেয় তার ওপর।

আরও পড়ুন : বন্ধের দিন বড় সমাবেশ করার আহ্বান ডিএমপি কমিশনারের

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সর্বাত্মক চেষ্টা হচ্ছে মহাসমাবেশে বিপুল উপস্থিতি নিশ্চিত করার। এর মধ্য দিয়ে সরকারের ওপর চাপ বাড়াতে চায় দলটি। অন্যদিকে বড় জমায়েত করে আন্তর্জাতিক মহলকেও বিএনপি দেখাতে চায় যে- জনগণ আর এ সরকারকে চায় না, তারা বিএনপির সঙ্গেই আছে। আর মহাসমাবেশের কর্মসূচি নিয়ে সরকার যদি বাড়াবাড়ি করে, সেটিও আন্তর্জাতিক মহলকে দেখানো যাবে। সে কারণে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সারা দেশে দলের সব পর্যায়ের কমিটির সদস্যদের মহাসমাবেশে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে ঢাকায় টানা বেশ কিছুদিন অবস্থান করতে হবে- এমন নির্দেশনাও দেওয়া হয় নেতাদের। এ ছাড়া বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকেও দেশবাসীকে মহাসমাবেশে উপস্থিত হয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা জানানোর আহ্বান জানানো হয়েছে। তাই ভেন্যু নিয়ে এখনো জটিলতা না কাটলেও এরই মধ্যে ঢাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী চলে এসেছেন। অতীতের অভিজ্ঞতায় এক্ষেত্রে দলটি কৌশলের আশ্রয় নেয়। এর অংশ হিসেবে ঢাকায় তারুণ্যের সমাবেশে আসা নেতাকর্মীদের বেশিরভাগই থেকে যান। আর শেষ সময়ে গ্রেপ্তার কিংবা কোনো রকম বাধা এড়াতে অবশিষ্ট নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগে-ভাগেই রাজধানীতে পৌঁছান, অনেকে ঢাকার পথে।

তবে বিএনপির মহাসমাবেশ ঠেকাতে পুলিশ সারাদেশ থেকে নেতা-কর্মীদের আটক করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমাদের মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। মহাসমাবেশে জনতার ঢল নামবে। আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। নেতা-কর্মীরা সরকারের সকল রক্তচক্ষু উপেক্ষা করে মহাসমাবেশে যোগ দিয়ে সফল করবেন। কারণ, সময় এসেছে রাজপথে ফায়সালা করার।’

বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, বৃহস্পতিবার রাজধানী ঢাকার ১১ স্থানে পৃথক কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা ৩৭টি রাজনৈতিক দল। এর মধ্য দিয়ে রাজধানীর বৃহৎ অংশকে মহাসমাবেশের স্থান হিসেবে রূপ দেওয়ার চিন্তা করছে তারা।

আরও পড়ুন : ১ আগস্ট সমাবেশ সফলে জামায়াতের প্রস্তুতি

এদিকে ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে রাস্তায় দুটি জলকামান ও একটি রায়ট কার দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। কার্যালয়ের তিন পাশে দেড় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ চিত্র দেখা যায়। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন ফাঁকা। কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তবে তাদের জড়ো হতে নিষেধ করছেন বিএনপির নেতা-কর্মীরাই। দলের কার্যালয়ের আশপাশের দোকানপাট বন্ধ দেখা যায়।

পল্টন থানার ওসি সালাহউদ্দিন বলেন, যেহেতু বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১০

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১১

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১২

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৩

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৪

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৬

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

১৭

সিলেটে পাথর লুটে ১৩৭ নাম

১৮

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

১৯

ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসী, শীর্ষে যে দেশ

২০
X