কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানাল গণতান্ত্রিক বাম ঐক্য

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

বিএনপির পর এবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য। সংঘাতে শিক্ষার্থীদের প্রাণহানির দায়ে সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলসহ ক্রিয়াশীল সব সংগঠন ও ব্যক্তিদের নিয়ে এই ‘জাতীয় ঐক্য’ গঠনের ডাক দিয়েছে চারদলীয় এ জোট। বাম ঐক্য মনে করে, সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য ‘জাতীয় ঐক্য’র কোনো বিকল্প নেই।

সোমবার (২৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় গণতান্ত্রিক বাম ঐক্যের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বাম ঐক্যের সহকারী সমন্বয়ক ডা. সামছুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ।

গণতান্ত্রিক বাম ঐক্যের সভায় পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- শিক্ষার্থীদের প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে; নিহতদের তালিকা প্রকাশ, প্রতিটি প্রাণহানির ঘটনার বিচার এবং আহতদের সুচিকিৎসার সব ব্যয় রাষ্ট্রকে নিতে হবে; গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি ও মামলা-গ্রেপ্তার বন্ধ করতে হবে; কারফিউ তুলে নিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদের ৮ দফা দাবি মেনে নিতে হবে।

গত ২৬ জুলাই এক বিবৃতিতে সরকার পতনের ‘এক দফা’ দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহ্বান জানান তিনি।

জানা গেছে, গণতান্ত্রিক বাম ঐক্যের সভায় বিএনপির জাতীয় ঐক্য গঠনের আহ্বান নিয়েও আলোচনা হয়েছে। নেতারা জানিয়েছেন, তারা জাতীয় ঐক্য চান। তবে জামায়াত ইস্যুতে বিএনপির জাতীয় ঐক্যে গণতান্ত্রিক বাম ঐক্যের আপত্তি রয়েছে। তারা আগের মতো যুগপৎভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণতান্ত্রিক বাম ঐক্যের অন্যতম শীর্ষনেতা ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, তারা প্রগতিশীল, দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য চান। তবে যুদ্ধাপরাধী, দেশদ্রোহী ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো ঐক্য নয়। বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে এটা গণতান্ত্রিক বাম ঐক্যের অবস্থান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X