কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানাল গণতান্ত্রিক বাম ঐক্য

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

বিএনপির পর এবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য। সংঘাতে শিক্ষার্থীদের প্রাণহানির দায়ে সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলসহ ক্রিয়াশীল সব সংগঠন ও ব্যক্তিদের নিয়ে এই ‘জাতীয় ঐক্য’ গঠনের ডাক দিয়েছে চারদলীয় এ জোট। বাম ঐক্য মনে করে, সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য ‘জাতীয় ঐক্য’র কোনো বিকল্প নেই।

সোমবার (২৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় গণতান্ত্রিক বাম ঐক্যের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বাম ঐক্যের সহকারী সমন্বয়ক ডা. সামছুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ।

গণতান্ত্রিক বাম ঐক্যের সভায় পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- শিক্ষার্থীদের প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে; নিহতদের তালিকা প্রকাশ, প্রতিটি প্রাণহানির ঘটনার বিচার এবং আহতদের সুচিকিৎসার সব ব্যয় রাষ্ট্রকে নিতে হবে; গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি ও মামলা-গ্রেপ্তার বন্ধ করতে হবে; কারফিউ তুলে নিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদের ৮ দফা দাবি মেনে নিতে হবে।

গত ২৬ জুলাই এক বিবৃতিতে সরকার পতনের ‘এক দফা’ দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহ্বান জানান তিনি।

জানা গেছে, গণতান্ত্রিক বাম ঐক্যের সভায় বিএনপির জাতীয় ঐক্য গঠনের আহ্বান নিয়েও আলোচনা হয়েছে। নেতারা জানিয়েছেন, তারা জাতীয় ঐক্য চান। তবে জামায়াত ইস্যুতে বিএনপির জাতীয় ঐক্যে গণতান্ত্রিক বাম ঐক্যের আপত্তি রয়েছে। তারা আগের মতো যুগপৎভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণতান্ত্রিক বাম ঐক্যের অন্যতম শীর্ষনেতা ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, তারা প্রগতিশীল, দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য চান। তবে যুদ্ধাপরাধী, দেশদ্রোহী ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো ঐক্য নয়। বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে এটা গণতান্ত্রিক বাম ঐক্যের অবস্থান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ, আদালতে দীপু মনির প্রশ্ন 

জনমুক্তির ধারাবাহিক আলোচনা / ‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত

বিএনপির সেই নেতার ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান

নতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

বিবিসি সাক্ষাৎকারে অন্যরকম তারেক রহমান

অন্তর্বাস থেকে কি আসলেই ক্যানসার হয়

বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল?

সড়ক অবরোধ করে ভাঙচুরের পর বাসে আগুন

অসুস্থতার নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নিত এই দম্পতি

সেপ্টেম্বরে ফের বেড়েছে মূল্যস্ফীতি

১০

যে ৫ কারণে খাবারের তালিয়া রাখবেন কাঁকরোল

১১

রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার

১২

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

১৩

কর্মহীন দক্ষিণের সাড়ে ৪ লাখ জেলে, কিস্তি আর দাদন নিয়ে চিন্তা

১৪

নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে জানালেন তারেক রহমান

১৫

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

১৬

ইউআইইউতে রিয়েল লাইফ এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

১৭

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

১৮

উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা

১৯

ফ্লোটিলার যাত্রীদের যেভাবে নির্যাতন করেছে ইসরায়েলি সেনারা

২০
X