শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মঞ্চ তৈরি শুরু

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মহাসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মহাসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। ছবি : কালবেলা

মহাসমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

মঞ্চ নির্মাণের জন্য ৮টি বড় আকারের ট্রাক আনা হয়েছে। সেই ট্রাক একসঙ্গে রেখে এই অস্থায়ী মঞ্চ করা হবে। বিএনপি মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিনের আহ্বায়ক আবদুস সালামের সরাসরি তত্ত্বাবধায়নে মহাসমাবেশের প্রস্তুতি চলছে।

সন্ধ্যায় পর কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। তারা মুহুর্র মুহুর্র করতালি দিয়ে শ্লোগান দিচ্ছে ‘এক দফা এক দাবি শেখ হাসিনা এখনই যাবি’।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান আহ্বান রেখে বলেন, মহাসমাবেশের মঞ্চ নির্মাণ করার সুযোগ করে দিতে হবে। আপনারা সরে যান, সকালে আসবেন। রাস্তা বন্ধ করা যাবে না। একটা লাইন করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিন। কিন্তু নেতাকর্মীরা কেউ স্থান ত্যাগ করছে না। ছাত্রদলের কর্মীদের দাঁড়িয়ে দুই সারিতে গাড়ি-রিকশা চলাচলের ব্যবস্থা করে দিতে দেখা যায়।

নোয়াখালীর বেগমগঞ্চ থেকে আসা ছাত্র দলের কর্মী আবদুল করিম বলেন, আজকে এখানেই আমরা থাকবো। নয়াপল্টনই পার্টি অফিসে রাস্তাই আমাদের বাড়ির উঠান।

আরও পড়ুন: রাতেই দলে দলে পল্টনে ঢুকছে বিএনপি নেতাকর্মীরা

আবদুল করিমের সঙ্গে আসা জোনায়েদ আলী বলেন, আমরা হোটেলে থাকতে পারি, আত্বীয় স্বজনের বাড়ি থাকতে পারি তাই এই পার্টির অফিসে সামনে আমরা ঘুরাফেরা করে দিন-রাত্রি কাটাচ্ছি। আপনি বলুন এভাবে পুলিশ আমাদের ঘুমাতে দিচ্ছে না… এটা কি তারা ঠিক করছে। আমরা তো এই পুলিশ সদস্যদেরই কারও না কারও ভাই বা আত্মীয়।

পুরো নয়াপল্টনে সড়ক জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র জটলা দিয়ে নেতাকর্মীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে কথা বলছে, কেউ সেলফি তুলছে, কেউ মোবাইলে এলাকায় নয়াপল্টনের কার্যালয়ে দৃশ্য দেখাচ্ছে।

মবিন আহমেদ সিরাজগঞ্জে মেসেঞ্জারে কথা বলছেন তার বোনের সঙ্গে। বলছেন, দেখো আজকে নয়াপল্টনে কত মানুষ। সবাই আমরা ভালো আছি। চিন্তা কইরো না। আমার কিছু হবে না।

এর আগে বিকালে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ ২৩ শর্তে নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়ার পর থেকে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় এই মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপতভাবে এক দফার ঘোষণা দেয়। এই একদফার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

এক দফা দাবিতে গত ১৮ ও ১৯ জুলাই সারাদেশে মহানগর ও জেলায় পদযাত্রার পর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি করছে। মহাসমাবেশ ঘিরে বৃহস্পতিবার বিকাল ৪টায় পুলিশের যেরকম শক্ত অবস্থানে দেখা গেছে রাতে সেরকম দৃশ্য দেখা যায়নি। পুলিশ ফুটপাতে বসে আছে। এদিকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে ৯টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও আসেন। তিনি সমাবেশ প্রস্ততি কমিটির সাথে কথা বলেন মঞ্চ নির্মাণসহ আনুসাঙ্গিক কাজ শেষ করার তাগিদ দেন।

কার্যালয়ে রুহুল কবির রিজভী, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারাও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১০

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১১

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১২

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

১৪

হাদিকে গুলি : হামলাকারীদের বিষয়ে ডিএমপির অনুরোধ

১৫

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

১৬

ডিএনএ বদলাতে শুরু করেছে মেরু ভালুক

১৭

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৮

লাফ দিয়ে কাঁধে কামড় বসিয়ে দিল কুকুর, ভিডিও ভাইরাল

১৯

গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন ওসমান হাদির বোন

২০
X