বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মঞ্চ তৈরি শুরু

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মহাসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মহাসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। ছবি : কালবেলা

মহাসমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

মঞ্চ নির্মাণের জন্য ৮টি বড় আকারের ট্রাক আনা হয়েছে। সেই ট্রাক একসঙ্গে রেখে এই অস্থায়ী মঞ্চ করা হবে। বিএনপি মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিনের আহ্বায়ক আবদুস সালামের সরাসরি তত্ত্বাবধায়নে মহাসমাবেশের প্রস্তুতি চলছে।

সন্ধ্যায় পর কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। তারা মুহুর্র মুহুর্র করতালি দিয়ে শ্লোগান দিচ্ছে ‘এক দফা এক দাবি শেখ হাসিনা এখনই যাবি’।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান আহ্বান রেখে বলেন, মহাসমাবেশের মঞ্চ নির্মাণ করার সুযোগ করে দিতে হবে। আপনারা সরে যান, সকালে আসবেন। রাস্তা বন্ধ করা যাবে না। একটা লাইন করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিন। কিন্তু নেতাকর্মীরা কেউ স্থান ত্যাগ করছে না। ছাত্রদলের কর্মীদের দাঁড়িয়ে দুই সারিতে গাড়ি-রিকশা চলাচলের ব্যবস্থা করে দিতে দেখা যায়।

নোয়াখালীর বেগমগঞ্চ থেকে আসা ছাত্র দলের কর্মী আবদুল করিম বলেন, আজকে এখানেই আমরা থাকবো। নয়াপল্টনই পার্টি অফিসে রাস্তাই আমাদের বাড়ির উঠান।

আরও পড়ুন: রাতেই দলে দলে পল্টনে ঢুকছে বিএনপি নেতাকর্মীরা

আবদুল করিমের সঙ্গে আসা জোনায়েদ আলী বলেন, আমরা হোটেলে থাকতে পারি, আত্বীয় স্বজনের বাড়ি থাকতে পারি তাই এই পার্টির অফিসে সামনে আমরা ঘুরাফেরা করে দিন-রাত্রি কাটাচ্ছি। আপনি বলুন এভাবে পুলিশ আমাদের ঘুমাতে দিচ্ছে না… এটা কি তারা ঠিক করছে। আমরা তো এই পুলিশ সদস্যদেরই কারও না কারও ভাই বা আত্মীয়।

পুরো নয়াপল্টনে সড়ক জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র জটলা দিয়ে নেতাকর্মীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে কথা বলছে, কেউ সেলফি তুলছে, কেউ মোবাইলে এলাকায় নয়াপল্টনের কার্যালয়ে দৃশ্য দেখাচ্ছে।

মবিন আহমেদ সিরাজগঞ্জে মেসেঞ্জারে কথা বলছেন তার বোনের সঙ্গে। বলছেন, দেখো আজকে নয়াপল্টনে কত মানুষ। সবাই আমরা ভালো আছি। চিন্তা কইরো না। আমার কিছু হবে না।

এর আগে বিকালে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ ২৩ শর্তে নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়ার পর থেকে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় এই মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপতভাবে এক দফার ঘোষণা দেয়। এই একদফার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

এক দফা দাবিতে গত ১৮ ও ১৯ জুলাই সারাদেশে মহানগর ও জেলায় পদযাত্রার পর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি করছে। মহাসমাবেশ ঘিরে বৃহস্পতিবার বিকাল ৪টায় পুলিশের যেরকম শক্ত অবস্থানে দেখা গেছে রাতে সেরকম দৃশ্য দেখা যায়নি। পুলিশ ফুটপাতে বসে আছে। এদিকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে ৯টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও আসেন। তিনি সমাবেশ প্রস্ততি কমিটির সাথে কথা বলেন মঞ্চ নির্মাণসহ আনুসাঙ্গিক কাজ শেষ করার তাগিদ দেন।

কার্যালয়ে রুহুল কবির রিজভী, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারাও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

বয়কটের হুমকি দিয়েও না করার কারণ জানালেন পিসিবি প্রধান

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কী?

রাকসু নির্বাচন / ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

১০

দীর্ঘ ৬ বছর পর বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

১১

ফ্যাসিবাদের মতো তামাকও দেশ থেকে নির্মূল করতে হবে : ফরিদা আখতার

১২

ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু

১৩

বৃহস্পতিবার থেকে ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে ৭ দল

১৪

কনটেইনারে ছিদ্র, তেল নিতে কাড়াকাড়ি

১৫

ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক 

১৬

পিআর পদ্ধতি চাই না : দুদু

১৭

শ্রমিক দল নেতাকে আজীবন বহিষ্কার

১৮

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত : আসক

১৯

৬ বছরের শিশুকে আছাড় মেরে ‘হত্যা’

২০
X