গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার নির্মম পতনের পর সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশজুড়ে চাঁদাবাজি ও লুটপাট বন্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
আজ সোমবার (১২ আগস্ট) তার নিজের ফেসবুক আইডিতে দলের নেতাকর্মীদের উদ্দেশে একটি হুঁশিয়ারমূলক পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, আমি এসএম জিলানী। সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ বলছি, যদি কেউ আমার নাম অথবা আমার সংগঠনের নাম ব্যবহার করে চাঁদবাজি, লুটপাট অথবা কোনো ধরনের অপকর্মে জড়িত হয় তবে তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিন। তার রাজনৈতিক কোনো পরিচয় থাকে তাহলে তার রাজনৈতিক পরিচয়সহ আমাকে সঠিক তথ্য দিন। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন