অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির একটি প্রতিনিধি দল।
সোমবার (১২ আগস্ট) উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠকে অনুষ্ঠিত হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে বাংলাদেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বা সরকারি ছুটি ছিল না। আওয়ামী লীগ সরকার গঠনের পর এটি কার্যকর করেছে। এখন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতনের পর যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রতি ছাত্র-জনতার প্রত্যাশা অনেক বেশি। রাস্তায় ছাত্র ও তরুণ আন্দোলনকারীদের মেজাজ ও অনুভূতিকে সম্মান করতে হবে। সম্প্রতি পলাতক শেখ হাসিনা স্বৈরশাসকের সঙ্গে যুক্ত এমন একটি দিবস উদযাপনের চেষ্টা করা সেই অনুভূতির সম্পূর্ণ বিপরীত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতিকে আমাদের প্রথম স্বৈরশাসকের জন্য শোক করতে বাধ্য করা উচিত নয়, যদিও আমরা কখনোই এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডকে প্রশ্রয় দিইনি। যখন শেষ স্বৈরশাসক শেখ হাসিনাকে অপসারণ করতে হাজার হাজার জীবন দিয়েছে। এ ছাড়াও পশ্চিমা গণতন্ত্রের কথা উল্লেখ করে, আব্রাহাম লিংকন বা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য জাতির পিতা বা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্য কোনো পাবলিক ডে পালিত হয় না।
এবি পার্টির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আহ্বায়ক এএফএম সুলাইমান চৌধুরী, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান ও ফরিদা আক্তার।
মন্তব্য করুন