কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে নিকৃষ্টতম ইতিহাসের জন্ম দিয়েছেন শেখ হাসিনা : নয়ন

বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

বাংলাদেশ থেকে কোনো সরকারপ্রধান নির্লজ্জের মতো নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়নি উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, পালিয়ে গিয়ে শেখ হাসিনা রাজনীতিতে নিকৃষ্টতম ইতিহাসের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মিরপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের ওপর সংঘটিত নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা, বিগত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার নির্দেশদাতাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

নুরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ১৫ বছরে আওয়ামী সরকার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল। শুধু আওয়ামী লীগ ও তাদের দোসররা ছিল জালিম আর সবাই ছিল মজলুম। ক্ষমতার অপপ্রয়োগ, অধিকার হরণ, জুলুম, নির্যাতন, গুম, খুন এমনকি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়াসহ হেন কোনো কাজ নেই, যা তারা করেনি। এই ভয়ংকর সরকার তার পুলিশ বাহিনীকে তৈরি করেছিল গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নেত্রী তো নাই, আপনাদের রেখে পালিয়ে গেছে, আপনারা এখন তার ষড়যন্ত্রে দেশে দাঙ্গা-হাঙ্গামা করে কী করবেন?

তিনি বলেন, এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে সফলতা বা স্বাধীনতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

বিগত ১৫ বছরে হওয়া সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এবং শাস্তি নিশ্চিত করব। শাস্তি না পর্যন্ত বিচারের দাবিতে তিনি মাঠে থাকারও ঘোষণা দেন।

ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে আওয়ামী সরকার‍ এবং তার দল যে হত্যাযজ্ঞ চালিয়েছে সে জন্য ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দ্রুত ফাঁসি দেওয়ারও দাবি জানান তিনি।

এসময় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েও ক্ষমতায় টিকতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নেতাকর্মীদের কথা চিন্তা না করে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে কর্মীদের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উসকানি দিচ্ছেন।

পল আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারের আবির্ভাব আর না ঘটে। আমরা চাই দেশে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আর উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জাহাঙ্গীর আলম দুলাল, ফিরোজ আব্দুল্লাহ, শাহ নাসির উদ্দিন রুমন, গিয়াস উদ্দিন মামুন, ইউনুস আলী রবি, সাজিদ হাসান বাবু, রোকনুজ্জামান, মিজানুর রহমান রাজ, মিজানুর রহমান সুমন, শাহজাহান রনি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে জুলাই ঐক্য’র জরুরি বৈঠক, আসতে পারে নতুন সিদ্ধান্ত

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাই যোদ্ধা দুর্জয়

চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা

মেসির গোলের পরও মায়ামির বড় পরাজয়

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা 

ছোট ভাইয়ের বাসায় ৪ ঘণ্টা কাটালেন খালেদা জিয়া

পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

১০

খরায় বীজতলা ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক

১১

নাম্বার ওয়ান বিটিএস

১২

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কিশোর গ্রেপ্তার 

১৩

আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত কবে, জানালেন সিইসি

১৪

বটগাছের ডাল কাটা নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

১৫

ভারত-পাকিস্তানকে ওআইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ

১৬

গাছ কাটার প্রমাণ তদন্তে মিললেও প্রতিবেদনে নেই

১৭

বিশ্লেষণ / কাশ্মীরের কী লাভটা হলো

১৮

বিক্ষোভে উত্তাল তেল আবিব

১৯

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩

২০
X