সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী মো. আসিফ মারা গেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তিনি জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ী থানার সামনে পুলিশের গুলিতে আহত হন মো. আসিফ। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আসিফের লাশ দাফনের কথা রয়েছে।
আসিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান নাছির।
আসিফের পিতার নাম মোরশেদ আলম এবং মাতার নাম মৃত আয়শা বেগম। গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশ পুর ইউনিয়নের মীর আলী পুর গ্রামে।
মন্তব্য করুন