কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১০:৪৮ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গণভবনে তৃণমূল নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক শুরু 

'শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে' শীর্ষক আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু। ছবি: সংগৃহীত
'শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে' শীর্ষক আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু। ছবি: সংগৃহীত

‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’ নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তৃণমূলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। এতে দলটির তৃণমূলের হাজারো নেতা যোগ দিয়েছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে—এমন ধারণা থেকেই নির্বাচনে তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে দ্বন্দ্ব ভুলে দলের প্রার্থীর জন্য কাজ করার বার্তা দেওয়া হতে পারে। সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দলের সভাপতি।

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের এ বিশেষ বর্ধিত সভায় স্থানীয় আওয়ামী লীগ, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের মধ্যে মনোমালিন্য দূর করতে বিশেষ বার্তা দেবেন সভাপতি। একই সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত শুনবেন।

আসন্ন নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক মহলে বইছে উত্তাপের হাওয়া। মাঠের বিরোধী দল বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ষড়যন্ত্র মোকাবিলা এবং সরকারের উন্নয়নের প্রচার করার বার্তা দেওয়া হতে পারে। এ ছাড়া উন্নয়নের প্রচারে সহায়তা করতে গত সাড়ে ১৪ বছরের সরকারের উন্নয়নের ফিরিস্তি বর্ণনা করে তৈরি করা হয়েছে বই, যা সভায় তৃণমূল থেকে আসা নেতাকর্মীর হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন : রাতে ভারত যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ নেতা

প্রায় সাড়ে ৩ হাজার তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন। তবে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে যেসব জনপ্রতিনিধি জয়ী হয়েছেন তাদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— এ সভা সকাল সাড়ে ১০টায় শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এই সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্য, মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের সব সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদে নির্বাচিত দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়রদের।

গত ৩০ জুলাই বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়। কিন্তু পরে তারিখ পরিবর্তন করে ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভার দিনক্ষণ চূড়ান্ত হয়। সর্বশেষ আওয়ামী লীগের এ ধরনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালের ২৩ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কিনা, জানালেন জাতিসংঘ মহাসচিব

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতার পদত্যাগ

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

কটাক্ষের শিকার আলিয়া

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

ওজন কমাতে চা

‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

১০

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

১১

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

১২

শাহরুখের ওপর বিরক্ত বোমান ইরানি

১৩

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৪

প্রীতি ম্যাচ খেলতে কবে ভারত আসছে মেসির আর্জেন্টিনা জানাল এএফএ

১৫

নতুন করে মহাবিপদে পড়তে যাচ্ছে ইরান

১৬

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৭

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

১৯

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X