কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠক

রাষ্ট্রপতির অপসারণসহ রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন ছাত্রনেতারা। ছবি : কালবেলা
রাষ্ট্রপতির অপসারণসহ রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন ছাত্রনেতারা। ছবি : কালবেলা

জাতীয় ঐক্য সৃষ্টি ও রাষ্ট্রপতির পদত্যাগসহ রাজনৈতিক বন্দোবস্তের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই অংশ হিসেবে আজ রোববার ১২ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠক করেছেন।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে মালিবাগে ১২ দলীয় জোটের একটি দলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এতে বলা হয়, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে নীতিগতভাবে একমত তবে প্রক্রিয়া নিয়ে আলোচনা চলবে। সংবিধান বাতিল ও প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ইস্যুতে আলোচনা হয়। এসব ইস্যুতে জাতীয় ঐক্য তৈরিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

এ ছাড়া জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন ও পলিটিক্যাল এফেয়ার সেক্রেটারি আরিফুল ইসলাম আদীব।

১২ দলীয় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহ্সানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাল পার্টির শামসুদ্দিন পারভেজ ও জাতীয় পার্টির এ এস এম. শামীম।

এর আগে, গতকাল শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সংগঠন দুটির প্রতিনিধিরা।

বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, বিএনপির সঙ্গে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমত. প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কীভাবে করা যায়, সেটি নিয়ে কথা বলেছি। দ্বিতীয়ত. চুপ্পুর অপসারণ দ্রুততম সময়ে কীভাবে করা যায়, রাজনৈতিক চেতনা কীভাবে তৈরি করা যায়, যে কোনো ধরনের সংকট কীভাবে পরিহার করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তৃতীয়ত, জাতীয় ঐক্য কীভাবে ধরে রেখে সরকারের সার্বিক ফাংশনিংয়ের ধারবাহিকতা অব্যাহত রাখা যায়, সেই বিষয়ে কথা বলেছি।

তিনি আরও বলেন, গত দুদিন আমরা বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছি। তাদের সঙ্গেও এসব বিষয়ে কথা বলেছি। গত ৫ আগস্ট যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সেটার ধারাবাহিকতা কীভাবে ধরে রাখা যায়, এর জন্য আমাদের এসব বৈঠক অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে মোংলা বন্দরে এলো ৫ হাজার টন চাল

বৈচিত্র্যময় খাবারে ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’র স্টলে দর্শনার্থীদের আগ্রহ

বিএনপিতে যোগ দিলেন এনসিপির শতাধিক নেতাকর্মী

৫০০ গজ ধাওয়া করে মিয়ানমারের নাগরিককে ধরল বিজিবি

ভারতকে রুখে দিয়ে বাংলাদেশের চমক

বাংলাদেশ খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কেএফসির মেন্যুতে নতুন চমক ‘বক্স মাস্টার’

রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিএনপি জিতবে : মিনু

আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থগিত

১০

১১ দলের স্থগিত সংবাদ সম্মেলন নিয়ে যা বলছে ইসলামী আন্দোলন

১১

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবীব উল্লাহ

১২

চবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

১৩

বিএনপি নেতা ডাবলুর জানাজা সম্পন্ন

১৪

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭

১৫

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

১৬

হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির সেই প্রার্থী

১৭

মোংলা বন্দরে বিদেশি জাহাজ আটক

১৮

হঠাৎ কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

১৯

গাজায় আইএসএফে বাংলাদেশের যোগদানের প্রস্তাবে আলোচনা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X