কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০১:২৬ এএম
অনলাইন সংস্করণ

জনগণ ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে : প্রিন্স

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভূবনকূড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারে সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্যের বীজ বিতরণকালে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি এখনো বিরোধী দলে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে দরিদ্র মানুষের উন্নত জীবনের জন্য কর্মসূচি গ্রহণ করবে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবার সহায়তা পাবে। পল্লী রেশনিং চালু করবে এবং প্রত্যেক নাগরিকের জন্য নির্দিষ্ট চিকিৎসক, ফ্রি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করবে।

সমাবেশে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশে সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট আছে। এবারের দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের জনগণ স্বাধীনভাবে পূজা উদযাপন করেছেন। আওয়ামী লীগ আমলে ২০১৯ সালের ১৭ জুলাই ওয়াশিংটনে হোয়াইট হাউসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কথা আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করলেও সে সময়ে তিনি টু শব্দটি উচ্চারণ করেননি। এখন আমেরিকার নির্বাচনের আগ মুহূর্তে ভারত ও আওয়ামী লীগের উসকানিতে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করে নির্বাচনী তরণি পার হতে চান। এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে বিশৃঙ্খলা বিরাজমান নয়, বরং আওয়ামী ফ্যাসিস্ট আমলের চরম বিশৃঙ্খলা থেকে দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা হচ্ছে, আধিপত্যবাদী শাসনের অবসান হয়েছে। এতেই পতিত ফ্যাসিবাদী শক্তি ও আধিপত্যবাদী শক্তির গাত্রদাহ শুরু হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাতের যেকোনো ষড়যন্ত্র প্রয়োজনে রক্ত দিয়ে হলেও প্রতিহত করা হবে।

সমাবেশে প্রিন্স বলেন, আ.লীগ সরকার দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। তারপরও এই সরকারকে বলব, অন্য প্রকল্প থেকে অর্থ কাটছাট করে হলেও সেই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ব্যয় করুন।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, হালুয়াঘাট-ধোবাউড়ার দুঃখ, এই এলাকায় কলকারখানা নেই। কর্মসংস্থানের সুযোগ নেই। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকারে ফিরলে হালুয়াঘাট-ধোবাউড়ায় কর্মসংস্থানের লক্ষ্যে কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি নেতা হাফিজ উদ্দিন বিএসসির সভাপতিত্বে ও আবদুল মান্নান এর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, রমজান আলী জহির, তাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মির্জা সারোয়ার হোসেন তায়েব, অন্তর আকন্দ, রাইসুল ইসলাম রাফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, তাজবীর হোসেন অন্তর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা রমজান আলী জহির, জাকির হোসেন, রুহুল আমিন, আবদুল আজিজ, মো. শাহীন, দুলাল মিয়া, যুবদল নেতা মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রিন্স বাঘাইতলা ঈদগাহ ময়দানে স্থানীয় সাবেক ইউপি সদস্য নেকবর হোসেনের জানাজায় উপস্থিত ছিলেন এবং লক্ষিকূরায় বিলুপ্ত জাগদলের তৎকালীন সভাপতি মরহুম মেজর (অব.) আবদুর রশিদ এর কবর জিয়ারত করেন। এ ছাড়া সন্ধ্যায় তিনি হলুয়াঘাটের শাপলা বাজারে গবড়াকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির কার্যালয় পরিদর্শন করেন এবং সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। রাতে তিনি খয়ড়াকুড়ি গ্রামে শ্যামাপূজা ও দিপাবলীর অনুষ্ঠানে যোগ দিয়ে হিন্দু সম্প্রদায়ের জনগণকে শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আসলে কেমন

৮ শিক্ষকের স্কুলে ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

চলন্ত বাইক থেকে ফেলা হলো ছাত্রলীগ নেতাকে, এরপর যা ঘটল

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

ছুটির দিনেও খোলা থাকবে কাস্টম হাউস

দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মাদক কারবার / মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫

ময়মনসিংহে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২

১১

আইনজীবীকে ধর্ষণের অভিযোগে কৃষি কর্মকর্তা কারাগারে

১২

আমিরের নেতৃত্বে চীনের উদ্দেশে জামায়াত প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

১৩

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরে সর্বনিম্ন পাসের হার, নেপথ্যে

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াত আমিরের আহ্বান

১৬

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির

১৭

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

১৮

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় পিতৃহীন সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

২০
X