শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দিনভর রাজপথে সরব ছিল বিএনপি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহিলা দলের নেতাকর্মীদের মিছিল। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহিলা দলের নেতাকর্মীদের মিছিল। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে দলীয় নির্দেশনা অনুযায়ী রোববার (১০ নভেম্বর) দিনভর মাঠে সরব ছিল বিএনপি। শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ যাতে রাজপথে নেমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সতর্ক ছিল বিএনপি।

ঘোষণা অনুযায়ী আজ (রোববার) বিকেলে আওয়ামী লীগের এই কর্মসূচি পালিত হওয়ার কথা থাকলেও আগের দিন শনিবার (০৯ নভেম্বর) থেকেই রাজপথে নামে ছাত্রদলসহ নেতাকর্মীরা। ওইদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শাহবাগে থানা ছাত্রদল এবং নিউমার্কেট এলাকায় সংশ্লিষ্ট থানা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া রোববার সকাল থেকেই রাজধানীর সব প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। নূর হোসেন দিবসে দলের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে গুলিস্তানের জিরো পয়েন্টে এ দিন নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ।

বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদের নেতৃত্বে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে নয়াপল্টনে, মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শাহবাগ এলাকায়; এসএম জিলানী, রাজীব আহসান ও নাজমুল হাসানের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশের এলাকায়; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক প্রথম সহসভাপতি তানজিল হাসানের নেতৃত্বে বিজয়নগর, পল্টন ও জিপিও এলাকায় এবং গুলশান এলাকায় থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে কলেজের সামনে অনুষ্ঠিত মিছিলে সংগঠনের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান লিপকন, সহসভাপতি আরিফ মোল্লা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, রাকিব আহমেদ, সিয়াম আহমেদ, মো. রিমু হোসেন, আকরাম হোসেন টোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও আশপাশের এলাকায় দিনভর নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের।

সকাল থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া বায়তুল মোকাররম, হাউজ বিল্ডিং, পল্টন মোড়, মুক্তাঙ্গন, সচিবালয় এলাকা, জিরো পয়েন্ট, গুলিস্তান, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, রামপুরা, নিউ মার্কেট, শ্যামলী, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, বনানী, গুলশান, তেজগাঁও, ফার্মগেট, পল্লবী এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। ক্ষণে ক্ষণে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের দাবি জানান তারা।

বিএনপি নেতারা জানিয়েছেন, দ্রুততম সময়ে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চান। কিন্তু ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসররা এই সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহতে ধারাবাহিকভাবে মাঠে থাকবেন বিএনপির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X