কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : শিমুল বিশ্বাস

আমাদের মুক্তি ও অনুপ্রেরণা’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা
আমাদের মুক্তি ও অনুপ্রেরণা’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যে কোনো কিছুর বিনিময়ে এই ঐক্য বজায় রাখতে হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘আমাদের মুক্তি ও অনুপ্রেরণা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন এ সভার আয়োজনে করে।

শিমুল বিশ্বাস বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্ক্ষা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিল। আজ জুলাই ও আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নসাৎ করার চক্রান্ত করছে। তাই দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে। কোনোক্রমেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।

তিনি বলেন, বিএনপি সবসময়ই বলছে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। আর জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে তাহলে সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে।

সভায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, বড় বড় কথা বলে যারা গত ১৬ বছর দেশ শাসন করলেন, তারা এখন কোথায়? আওয়ামী লীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে নিজ দলীয় আড্ডাখানায় পরিণত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা।

অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি- তারা যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। কোনো অজুহাতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বিলম্ব না করারও আহ্বান জানান তিনি।

ফিরোজুল ইসলামের সঞ্চালনায় হাসানুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জু, শ্রমিক কর্মচারী নেতা রুহুল আমিন, আবু সাঈদ, ফিরোজুল ইসলাম, জুয়েল মোহাম্মদ বিল্লাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় স্টেট ইউনিভার্সিটিতে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের মানববন্ধন

বিসিএস পরীক্ষা নিয়ে একগুচ্ছ দাবি শিবিরের

পটুয়াখালীতে আরও এক যুবদল নেতা বহিষ্কার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩৬ মামলা

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা, নিরাপত্তা জোরদার

মমতার উদ্দেশে রিজভী / চট্টগ্রামের দিকে তাকালে আমরা কি আমলকী চুষব

মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মামলা

বিএনপির কনসার্টে বেবী নাজনীন

মংডুর শেষ সীমান্ত সেনা ফাঁড়িটিও আরাকান আর্মির নিয়ন্ত্রণে

১০

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১১

জুলাই গণঅভ্যুত্থান / সংসারই চলে না, চিকিৎসার খরচ কোথায় পাবে সাইমের পরিবার?

১২

মস্কোয় বাশারের অবস্থান নিয়ে নতুন ধোঁয়াশা

১৩

চোটে পড়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা

১৪

১৪ দেশের নাগরিকদের ভিসা দিতে বিশেষ সতর্কতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

১৫

সৈয়দপুরে রাতের ফ্লাইট বাতিল, সকালে প্লেন চলাচলে বিঘ্ন

১৬

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক

১৭

কেরানীগঞ্জে ৪৮৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

১৮

৮২তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা

১৯

সিরিয়ার মেরুদণ্ড যেভাবে ভেঙে দিচ্ছে ইসরায়েল

২০
X