কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘মুসলমানদের ইসলাম থেকে দূরে সরাতে কথিত বুদ্ধিজীবীরা ষড়যন্ত্রে লিপ্ত’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

মুসলমানদের ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে কথিত বুদ্ধিজীবীরা যুগযুগ ধরে ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি ইসলামবিরোধীদের বহুমুখী ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদের বিভিন্ন পুস্তক অধ্যায়ন করে জ্ঞান অর্জনে গুরুত্বারোপ করেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল থেকে বরিশালের চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া রোধে মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ও নাশীদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ইসলাম যে একটি পরিপূর্ণ শান্তির জীবন বিধান তা বিজাতীয়রা বুঝতে শুরু করলেও অনেক মুসলমান এখনো ইসলামের সৌন্দর্য সম্পর্কে অবগত নন। আমরা ঐ সকল মুসলমানদের ইসলামের পরিপূর্ণ বিধান সম্পর্কে বুঝাতে না পারার কারণে আজও তারা অবুঝ থেকে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেক ছাত্র কে ত্যাগী, আবেদ ও দানশীল হতে হবে। নিজের চেয়ে অপরকে প্রাধান্য দিয়ে সমাজে সেবা করতে হবে। সাহাবাদের নমুনায় ইসলামি হুকুমত কায়েমের জন্য ত্যাগী ও শাহাদাত বরণের জন্য প্রস্তুত থাকতে হবে। দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে। সাহাবাদের ন্যায় ইমানের তাগিদে হিজরত বা দেশ ত্যাগ করতে হবে। ইসলাম কায়েমের জন্য সবকিছু উজাড় করে দিতে হবে।

চরমোনাই পীর বলেন, ৬৯ হিজরিতে সাহাবাদের যুগে লালমনিরহাটে মসজিদ স্থাপিত হয়েছে। কক্সবাজার ও টেকনাফে সাহাবায়ে কেরাম গণআগমনের কথা কোনো কোনো ঐতিহাসিকরা বলেছেন। দ্বীন ইসলাম মদিনা থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এমন কোনো কষ্ট নেই যা তারা করেননি। ইসলামের গাছ বড় করতে হলে আমাদের সকলকে ত্যাগ করতে হবে। ইসলামের গাছের গোড়ায় রক্ত দেওয়া বা ঘাম ঝড়ানো না হলে ইসলাম নামের বৃক্ষ দুর্বল হয়ে যাবে।

তিনি বলেন, রোগীদের দুনিয়া ও আখেরাত বরবাদ হবে। সকলকে রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস নিয়ে ত্যাগী হতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার সভাপতি ফয়জুল্লাহ বিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান মেহমান ছিলেন, আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, মিশরের আল আজহার ইউনিভার্সিটির প্রখ্যাত গবেষক ড. শায়খ যাকী মুহাম্মাদ আবু সারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, চরমোনাই ইউপির চেয়ারম্যান মাওলানা সৈয়দ জিয়াউল করীম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর সর্বশেষ অবস্থা

সকালের যেসব অভ্যাসে বাড়তে পারে হার্টের অ্যাটাকের ঝুঁকি

আড়ংয়ে চাকরির সুযোগ

রাজধানীতে আজ কোথায় কী

এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ

থাকা-খাওয়ার সুবিধাসহ আরএফএল গ্রুপে নিয়োগ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

নিরাপত্তা নিয়ে শঙ্কা, আইপিএলের দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

১০

প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক

১১

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

১২

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

১৩

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৪

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

১৫

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

১৬

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

১৭

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

১৮

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

১৯

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

২০
X