কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষা লালন করে :  প্রিন্স

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : কালবেলা
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষা ধারণ করে, লালন করে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়েছিলেন। তিনি শুধু বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়ে কিংকর্তব্যবিমূঢ় জাতিকে মুক্তিযুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অ্যাওয়ার্ড দিয়েছিলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ শোভা যাত্রার আগে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের দাখিল মাদ্রাসা ময়দান থেকে হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বর্ণাঢ্য মিছিলের নেতৃত্ব দেন। জাতীয় ও দলীয় পতাকাসহ রঙ-বেরঙের পতাকা ও ফেস্টুনে এবং শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিভিন্ন ছবি এ ছাড়াও মিছিলে লাল পতাকা হাতে বীর মুক্তিযোদ্ধা, অংশগ্রহণ, ডামি অস্ত্র হাতে ডামি মুক্তিযোদ্ধা, নবাব সিরাজউদ্দৌলাবেশে যাত্রা শিল্পী, কামার, কুমার, জালসহ মাছ ধরার অঙ্গভঙ্গীতে জেলে, লাঙ্গল, কাস্তে, ধানসহ কৃষক, বাদ্যযন্ত্রসহ সংগীতশিল্পী, তাঁত মেশিনসহ তাঁতীদের এবং ঐতিহ্যবাহী পোশাকে গারো সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়িতে অংশ নিয়ে মিছিলকে উৎসবমুখর ও বর্ণাঢ্য করে তুলেন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের ইমাম, পুরোতিত, ফাদারদের পোশাকে শিশুরা ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেছে। ব্যান্ডপার্টির ও বাদ্যবাজনা ছিল বাড়তি আকর্ষণ।

মিছিলের শুরুতে কুয়াঘাট মাদ্রাসা শেষে হালুয়াঘাট উত্তর বাজার এবং শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যুগ্ম মহাসচিব বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং ২০২৪ এর ছাত্র-গণবিপ্লবের আকাঙ্ক্ষা এক ও অভিন্ন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পরিবর্তে আওয়ামী লীগ লুটপাট ও দুর্নীতি এবং গণতন্ত্র হরণের মধ্য দিয়ে চেতনা ও আকাঙ্ক্ষাকে নস্যাৎ করেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের পর আওয়ামী লীগের কারণেই যুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। জনগণের প্রত্যাশিত মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ সে সময় জাতি হারিয়েছিল। ২০২৪ এ বিপ্লবে ফ্যাসিবাদের অবসানের পর জাতি আবার নতুন করে স্বাধীন হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বিজয় দিবসে জনগণ এবার এই স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে।

তিনি বলেন, সরকারের রাজনৈতিক দল গড়ার ইচ্ছা না থাকলে নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার এনে প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখিত সময়সীমার আগেই অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব। তিনি বলেন, ধারণা নয়, বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ, দেশি-বিদেশি চক্রান্তকারীদের সুযোগ করে দেবে। তিনি প্রধান উপদেষ্টার নির্বাচনবিষয়ক বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি নির্বাচন নিয়ে ধারণা নয়, সুস্পষ্ট রোডম্যাপ চায়। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে সেটাই হবে বড় সংস্কার ।

তিনি বলেন, বিএনপি সরকারে আসলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে হালুয়াঘাটে মুক্তিযোদ্ধা যাদুঘর ও হালুয়াঘাটে বীরমুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ যুদ্ধের কাহিনি নিয়ে বই প্রকাশ করা হবে।

মুক্তিযোদ্ধা সংবর্ধনায় বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজিম উদ্দিন, হামিদুর রহমান, শাহ আহমদ তাদের বক্তব্যে বলেন, ৫৪ বছরের ইতিহাসে এবারের মতো হালুয়াঘাটে কখনো এত ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয় দিবস পালিত হয় নাই। তারা এজন্য এমরান সালেহ প্রিন্সকে ধন্যবাদ জানান ।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাটের বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং ২০২৪ এ ছাত্র গণঅভ্যুত্থানে নিহত এবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনায় বীরমুক্তিযোদ্ধাদের গায়ে শীতের গরম চাদর পরিয়ে দেন বিএনপি নেতারা।

সমাবেশ ও মিছিলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, অরফান আলী, আলী আশরাফ, আমজাদ আলী, কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক আশরাফুল ইসলাম, শফিকুর রহমান, রফিকুল ইসলাম,রমজান আলী, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান প্রমুখ।

এ ছাড়াও তিনি সকালে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিজয় শোভাযাত্রার নেতৃত্ব দেন এবং ধোবাউড়া শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

১০

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১১

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১২

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১৩

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৪

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৫

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৬

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৭

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৮

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৯

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

২০
X