শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৪:০৫ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারিক সন্ত্রাস শুরু হয়েছে : রিজভী

দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

দ্রুত বিচার করে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দেওয়া সরকারের গভীর মাস্টারপ্লানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার নিশিরাতের ভোট করতে যেমন পছন্দ করে এখন নিশিরাতের রায় দিতেও তারা পছন্দ করছেন। দেশে ন্যায় বিচারকে কীভাবে যে পদদলিত করা হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কোনো কালো বিচার মেনে নিব না। আমরা ডার্ক জাস্টিস মেনে নিব না। বিচারিক সন্ত্রাস শুরু হয়েছে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। দ্রুত বিচার করে সাজা দেওয়া এটা একটি সরকারের গভীর মাস্টারপ্লানের অংশ।

আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের। কিন্তু সেই মালিকানা কেড়ে নিয়েছে এই অবৈধ আওয়ামী সরকার। এই আওয়ামী লীগ এখন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, যারা বাকস্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠে কথা বলছেন তাদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। আদালতকে নিয়ন্ত্রণ করে, আদালতকে প্রভাবিত করে বিচারিক সন্ত্রাস চালানো হচ্ছে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী দলকে স্তব্ধ করার জন্য, এদের সব কার্যক্রমকে স্তব্ধ করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য আইনশৃংখলা বাহিনী ইতোপূর্বে ক্রসফায়ার, গুম, বেআইনিভাবে মামলা, নিপীড়ন নির্যাতনের পরে এখন শুরু হয়েছে সাজা দিয়ে তাদের বছরের পর বছর অথবা চিরদিনের জন্য আটকে রাখার একদলীয় কর্তৃত্ববাদী শাসনের যে নমুনা সেই ধারা শুরু হয়েছে।

তিনি বলেন, এ দেশের মানুষ হচ্ছে গণতন্ত্রকামী মানুষ। এ দেশের মানুষ তাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমাদের সেই ঐতিহ্য আছে। আমরা কোনো ডার্ক জাস্টিস, কোনো অন্ধকার বিচার মেনে নিব না। এটা দলের পক্ষ থেকে আমি আপনাদের সুস্পষ্ট বলে দিলাম। কারণ এ দেশের জনগণ কখনোই অন্যায্য অন্যায় কেউ মেনে নেয়নি। তারা ন্যায় বিচার ও সুশাসনের জন্য সুদীর্ঘ সময় ধরে লড়াই করে আসছে।

রিজভী অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় নির্যাতনের যে বহুবিধ মাত্রা আপনারা দেখেছেন সেই নির্যাতনের মাত্রা একের পর এক প্রয়োগ করা হচ্ছে বিএনপিসহ বিরোধী দলের ওপর। হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে কত কিছু করা যায়, পাহাড়ের ওপর দিয়ে নৌকা চালানো যায়, সেটা এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদে পদে প্রমাণিত করছেন। ২০১৪-এর নির্বাচনের প্রাক্কালে ব্যাপকহারে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা দিয়ে একতরফা নির্বাচন করেছেন। ২০১৮ সালে দিনের বেলায় ভোট করার সাহস পাননি, রাত্রে ভোট করেছেন। তখন আমরা একটি নতুন কবিতা শুনতে পেয়েছিলাম। সেটি হলো- গায়েবি মামলা। সেই গায়েবি মামলার প্রকৃতি এবং সংজ্ঞা কী হবে এটা মনে হয় আইনজীবীরা বলতে পারবেন। এর পরিণামে আমরা দেখেছি লাশের নামে মামলা, প্যারালাইজড রোগীর নামে মামলা, পবিত্র হজ করতে গেছেন সেই ব্যক্তির নামে মামলা- তখন আমরা এসব বৈশিষ্ট্য দেখতে পেয়েছি।

তিনি আরও বলেন, এবারে নির্বাচনের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার আরেকটি অভিনব রাষ্ট্রীয় নির্যাতনের বহিঃপ্রকাশ। ওই যে ২০১৩-১৪ সালের মামলায় এখন তারা সাক্ষী খুঁজে নিয়ে এসে সাক্ষীকে শিখিয়ে দিয়ে আমাদের নেতৃবৃন্দের নামে তাদের দিয়ে বলিয়ে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে অনেককেই দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজা দেওয়ার পরে জাতীয়তাবাদী শক্তিকে যিনি ঐক্যবদ্ধ করেছেন আমাদের নেতা তারেক রহমান এবং তার সহধর্মিণীকেও মিথ্যা সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের দলের দু’জন তরুণ নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিব ওদের নামে সেই ২০১৩ সালের মিথ্যা মামলায় সাফাই সাক্ষী নেওয়া হয়েছিল। সাবেক এই দুই ছাত্রনেতার সাফাই সাক্ষী ম্যাজিস্ট্রেট গ্রহণ করেন। তখন তারা রিভিশন করেছেন দায়রা জজের কাছে। জজ সাহেব সেটিকে আমলে নিয়ে গতকাল প্রকাশ্যে আদালতে ঘোষণা করেছেন সেই রিভিশনটা মঞ্জুর করেছেন। রাতের বেলায় বিশেষভাবে মঞ্জুর করার যে আদেশ ক্যানসেল করে দিয়েছে। তার মানে জজ সাহেবের ওপর গায়েবি নির্দেশ আছে। এটা একটি নজিরবিহীন ঘটনা।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X