কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন নিয়ে তারেক রহমানের সতর্কতা

আলোচনা সভায় তারেক রহমান
আলোচনা সভায় তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের সতর্ক ও সচেতন হতে হবে। সামনের নির্বাচন কিন্তু এত সহজ নয়। জনগণই আমাদের শক্তি। আমরা যদি ভুল করি, তখন জনগণ আবার দেখিয়ে দেবে। তখন আমার আপনার পস্তাতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে।’

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক দল আছে। প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে, আদর্শ আছে। থাকাটাই স্বাভাবিক। তবে একটি ব্যাপারে আমাদের সবাইকে এক জায়গা আসা উচিত౼দেশের নিয়ম, আইনকানুন ও সংবিধান যে সময়টি বেঁধে দেবে, সে সময় পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে ভোট হতে হবে। ভোটের অধিকার একমাত্র জবাবদিহি তৈরি করতে পারে। রাষ্ট্রের ও সমাজের সব জায়গা যদি আমরা জবাবদিহি তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হবো। সরকার যদি প্রতিটি কাজের জন্য জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকে, তাহলেই আস্তে আস্তে জনগণের দুঃখ-দুর্দশা জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে।’

গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যেখানে সব রকম সুবিধা ও নিরাপত্তা জনগণ ভোগ করবে। একটি জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্দিষ্ট সময়ের পর আইন মেনে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। জবাবদিহি নিশ্চিত করা গেলেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।’

এ সময় জিয়াউর রহমান যেভাবে মানুষের কাছে নিজেকে তুলে ধরেছিলেন, প্রত্যেক নেতাকর্মীকে তেমনিভাবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। একটি নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করার সর্বোচ্চ সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি।

কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, সেটা কি দেশ ও জাতির জন্য ভালো হবে, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘অন্য কেউ সরকার গঠন করলে দেশ ও জাতির জন্য ভালো হবে না, তাই মানুষের পাশে দাঁড়ানোর সময় আছে। মানুষ যেভাবে চায় সেভাবে নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তোলেন। জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখতে হলে সতর্ক থাকতে হবে।’

দেশে ৬০ লাখ নেতাকর্মীর নামে বিভিন্ন মামলা আছে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘শুধু জুলাই-আগস্ট আন্দোলনেই প্রায় ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছেন। শত-হাজারের মতো নেতাকর্মী জখম হয়েছেন।’ যারা বিগত সময়ে নির্যাতন করেছে, তাদের সুবিধা দিতে বিএনপি লড়াই করেনি, তাদের কাছে ভিড় করতে দেওয়া যাবে না বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল পড়া আর খুশকির সমস্যা বাড়াচ্ছেন নিজের ৬ অভ্যাসে

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

১ যুগের নতুন দিগন্তে কুবিসাস

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

আইজিপি বাহারুলকে বরখাস্তের দাবিতে প্রধান উপদেষ্টাকে আইনজীবীর চিঠি

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

১০

ভারতে আজহারির নামে ‘মাহফিলের’ প্রচারণা, যা জানা গেল

১১

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

অতিরিক্ত খাওয়া থামানোর সহজ ১০ উপায়

১৩

ভারত বাদ, বাংলাদেশ-চীনকে নিয়ে জোটের প্রস্তাব পাকিস্তানের

১৪

ফুটবল বিশ্বকাপে ফিফার নিরপেক্ষতা নিয়ে গুরুতর বিতর্ক

১৫

পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত ৪

১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

১৭

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

১৮

ফিফার শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

১৯

বারবার ফোন আনলকে হচ্ছে মস্তিষ্কের ক্ষতি, জানুন কীভাবে

২০
X