কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে : জুয়েল

বক্তব্য দেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
বক্তব্য দেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করে এ ব্যাপারে নেতাকর্মীদের সদা সজাগ-সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর ভাটারা থানাধীন ১৭নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, কর্মিসভা হচ্ছে মাঠপর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মহানগর নেতাদের একটি সেতুবন্ধের মাধ্যম। তিনি বলেন, যারা আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা হামলা-মামলার শিকার হয়েছে এবং যারা ৫ আগস্টের পর রাজনৈতিকভাবে চরিত্র হারায়নি, তারাই একমাত্র যুবদলে স্থান পাবে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এ আহ্বায়ক বলেন, আমরা বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর মাফিয়া হাসিনা সরকারের দ্বারা অত্যাচারিত হয়েছি, মামলা-হামলার শিকার হয়েছি। কিন্তু রাজপথ ছেড়ে দেইনি, ধৈর্যহারা হইনি; হাসিনার পতন পর্যন্ত সর্বাত্মকভাবে মাঠে থেকেছি।

তিনি বলেন, ৫ আগস্ট জনরোষের কবলে পড়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু তার দোসরদের এ দেশে রেখে গেছে, যারা গিরগিটির মতো প্রতিনিয়ত রঙ বদলাচ্ছে। বাংলাদেশে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয়, সেজন্য হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে যুবদলের নেতা-কর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে, তাদের সফল হতে দেওয়া যাবে না।

জুয়েল বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিল, শত বাধাও তাদের পিছনে ফেরাতে পারেনি। ঠিক সেভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীরা আবার রাজপথে নামতে দ্বিতীয়বার ভাববে না।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান যুবদলে ছিল না, হবেও না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে ‘বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা’ উল্লেখ করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, ৩১ দফা আমাদের বাক-স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, মৌলিক অধিকার, সুবিচার নিশ্চিত করবে। এই ৩১ দফায় আলেম সমাজকে সর্বোচ্চ ধর্মীয় মর্যাদায় অধিষ্ঠিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি যদি আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, স্বনির্ভর ও সাম্যের সমাজ গঠন করা হবে।

যুবদলের এ নেতা বলেন, এ দেশের জনগণই বিএনপির মূল শক্তি। বিদেশে বিএনপির বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। বিএনপি জনগণের দল; জনগণের পাশে থাকাই বিএনপির মূল লক্ষ্য। তিনি যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।

১৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. রফিক দেওয়ান সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ গাজীর সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য দেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু ও ভাটারা থানা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মেম্বার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে

ভোটের মাধ্যমে বাংলাদেশপন্থি শক্তিকে প্রতিষ্ঠার ডাক ইশরাকের

কর্মসূচির ঘোষণা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

অনির্দিষ্টকালের শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই : নুরুদ্দিন অপু

চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কি ভালো? যা বলছে বিজ্ঞান

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

খালেদা জিয়া ছিলেন জনগণের নেত্রী : খন্দকার আবু আশফাক

১০

ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

১১

বহিষ্কৃত খালেদা জিয়ার সাবেক উপদেষ্টাকে দলে ফেরাল বিএনপি

১২

আপিলে বহাল জামায়াত প্রার্থীর মনোনয়ন, মিষ্টি বিতরণ

১৩

ডাবলু হত্যা আইনের প্রতি চরম অবমাননা : মির্জা ফখরুল

১৪

সুযোগ পেলেই আয়নায় চোখ রাখছেন? যে রোগের শিকার হতে পারেন

১৫

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

১৬

গুলি করে ভাইরাল সেই সোহাগ গ্রেপ্তার

১৭

জাপানে কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠন

১৮

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

১৯

সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

২০
X