জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মানুষ আজ রাজপথে নেমেছে। এই সরকারে তারা অনাস্থা দিয়েছে, এদের তারা প্রত্যাখ্যান করেছে। কারণ, জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই কর্মসূচি হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণ জেগে উঠেছে। সুতরাং আওয়ামী লীগকে বিদায় নিতেই হবে। মামলা-হামলা করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। এই সরকারের পতন ঘটানো হবে তীব্র আন্দোলনের মাধ্যমে।
সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপির নয়, এটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এদের পরাজিত করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রমুখ নেতারা।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদীন, মনিরুল হক চৌধুরী, জয়নাল আবেদীন ভিপি জয়নাল, আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, শিরিন সুলতানা, নাসির উদ্দিন অসীম, আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, রকিবুল ইসলাম বকুল, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন সিদ্দিকী, তরিকুল ইসলাম বনি, কামরুজ্জামান দুলাল, গিয়াস উদ্দীন মামুনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।
মন্তব্য করুন