কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১১:১২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের ‘নিখোঁজ’ ৬ নেতার অবস্থান জানতে চেয়েছে অ্যামনেস্টি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ছবি: সংগৃহীত
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ছবি: সংগৃহীত

ছাত্রদলের ‘নিখোঁজ’ ছয় নেতার অবস্থান প্রকাশের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার (১৯ আগস্ট) রাতে এক টুইট বার্তায় এ তাগিদ দেয় সংগঠনটি।

সম্প্রতি রাজধানীর আজিমপুর এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইট বার্তা। ছবি : সংগৃহীত

শুক্রবার (১৯ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদল নেতাদের তুলে নেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘সকাল ১১টায় আজিমপুরে নিজ বাসা থেকে বের হওয়ার পর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে আর পাওয়া যাচ্ছে না। জিসানের খোঁজ নেওয়ার জন্য তার বাসার সামনে গেলে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো হদিস না পাওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় কোনো নেতাকর্মীকে বেআইনিভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আটকের পর অস্বীকার করাটা অবৈধ আওয়ামী সরকার বিরোধী দল নিধনে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ছাত্রদলের ৬ নেতাকে আটকের পর অস্বীকারের ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল মাত্র। উল্লিখিত ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অবিলম্বে তাদের প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানাচ্ছি। এটি নিশ্চিত যে, তাদের সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে ছাত্রদলের ৬ নেতাকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।’

দলের পক্ষ থেকে এমন দাবির পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ছয় নেতাকে গতকাল রাতে তুলে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। বিষয়টি জানতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গভীরভাবে উদ্বিগ্ন।

‘আমরা পুলিশকে অবিলম্বে ওই ৬ ব্যক্তির অবস্থান প্রকাশের আহ্বান জানাচ্ছি। কোন আইনের ভিত্তিতে তাদের তুলে নেওয়া হয়েছে এবং আটকে রাখা হয়েছে তা স্পষ্ট করতে হবে।’

অ্যামনেস্টি নিখোঁজ হওয়া ছয়জনের মধ্যে দুজনের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছে। অ্যামনেস্টি জানতে পেরেছে, বেসামরিক পোশাক পরা একদল লোক নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়ে গতকাল রাতে রাজধানী ঢাকার আজিমপুর এলাকা থেকে তুলে নিয়েছে। জানায়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

‘নিখোঁজ’ ছয় ছাত্রদল নেতার আইনজীবী এবং পরিবারের সদস্যরা ডিবি অফিস থেকে তথ্য চাওয়া সত্ত্বেও তাদের বর্তমান অবস্থান অজানা রয়ে গেছে বলেও ওই টুইট বার্তায় জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X