কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘একটা মুনাফেকি ছাত্র সংগঠনের নেতারা আন্ডারগ্রাউন্ড রাজনীতির সঙ্গে জড়িত’

ঢাকার বাড্ডায় আয়োজিত কর্মীসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
ঢাকার বাড্ডায় আয়োজিত কর্মীসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

একটা মুনাফেকি ছাত্র সংগঠনের নেতারা আন্ডারগ্রাউন্ড রাজনীতির সঙ্গে জড়িত হয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যকে নষ্ট করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

বুধবার (১৯ই ফেব্রুয়ারি) ৪১ নং ওয়ার্ড যুবদল বাড্ডা থানার অন্তর্গত সাতারকুলে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

জুয়েল কুয়েটে সম্প্রতি একটি অপ্রত্যাশিত ঘটনা সংগঠিত হওয়ায় উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, এ ঘটনার সূচনা যে ৬ জন করেছে তাদের মধ্যে ২ জন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল এবং তাদের সাথে আরো ২ জন ছিল যারা একটি ইসলাম নামধারী দলের ছাত্র সংগঠনের কর্মী। তিনি এ ঘটনার সুস্পষ্ট তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আপনারা গুপ্ত পরিচয় ব্যবহার করে এতোদিন রাজনীতি করেছেন আর এখন নিজেদের গুপ্ত বন্ধুদের সহায়তায় দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন।

এছাড়াও বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে যারা আওয়ামী লীগ এর ছায়াতলে ছিল তারা এখন তাদের পুরাতন আশ্রয় দাতাদের সহায়তায় দেশের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন শরীফ উদ্দিন জুয়েল।

যুবদলের এ নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করার মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব কায়েম করা এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়া।

তিনি অভিযোগ করে বলেন, তারা দেশের মানুষের ভোটাধিকার নিয়ে নানারকম খেলার সৃষ্টি করছেন যেগুলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ১৭ বছরের আন্দোলন সংগ্রামের দাবির বিপরীত অবস্থান।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অতি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানান। সে সঙ্গে তিনি হুংকার দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে জাতীয়তাবাদী যুবদল রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিবে তবুও এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বে।

যুবদলের এ নেতা বলেন, পতিত স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা গিরগিটির মতো প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনার পতিত দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্থানে বসে থেকে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, ডেভিল হান্ট অপারেশন সচিবালয় থেকে শুরু করেন।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, যারা ২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা হামলা-মামলার শিকার হয়েছে এবং যারা ৫ আগস্টের পর নিজেদের চরিত্র হারায় নি যুবদল এর আগামীর নেতৃত্বে একমাত্র তারাই আসবে।

জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ায় মনোযোগী হবে।

তিনি যুবদলের নেতা-কর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন এবং সেই সঙ্গে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজে যদি কেউ জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

৪১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুমন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফরহাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তর যুবদলের তসলিম আহসান মাসুম, জাহিদ হোসেন মোড়ল, শামিম আহমদ,জুলহাস আহমেদ, মনিরুল হাসান পিন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’র কোটি ভিউজ উদযাপন

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১০

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১১

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১২

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৩

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

১৪

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১৫

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১৬

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১৭

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৮

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

১৯

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

২০
X