দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কর্মসূচি গ্রহণে যৌথসভা ডেকেছে বিএনপি। সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় এ যৌথসভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যৌথসভা শেষে ব্রিফিং করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
মন্তব্য করুন