কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে : প্রিন্স

ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ঐক্যই পরে সকল যড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পথে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রীয়ার চেরোকি এভিনিউয়ে ডাটা গ্রুপ মিলনায়তনে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবে, কিন্তু গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সবার আগে সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে রাখতে হবে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরে আসবে না। নির্বাচিত সরকার ছাড়া জনসমস্যা নরসন হবে না। দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে হাসিনা পতনের পর দ্রুত সংস্কার ও নির্বাচন যখন কাঙ্খিত ছিলো, তখন সরকারের একাংশ ও ছাত্র গণঅভুত্থানের একটি শক্তি নানা অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করে নির্বাচন এবং সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচন প্রলম্বিত করার প্রচেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে হাজার হাজার ছাত্র তরুণের রক্তের ওপর প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না।

‘বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য উদ্ধৃত করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সেই অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। বিএনপির অগ্রযাত্রা রোধ করতে তারা নানা চেষ্টা করছে, অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে জনগণ হতাশ হয়ে পড়ছে, পতিত ফ্যাসিস্ট দল ও আধিপত্যবাদী শক্তি সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংঘাত, সংঘর্ষ, অন্তর্ঘাত সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে তৎপর।

তিনি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি দেশের পরিস্থিতির ওপর নজর রাখার আহ্বান জানিয়ে বলেন, পরিপূর্ণ গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি ও প্রশাসনে সম্পৃক্ত থেকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে।

ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে ওয়াশিংটন বিএনপির নেতাকর্মীদের অবদানের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তাদের এই অবদানের কথা দল স্মরণ রাখবে।

ওয়াশিংটন ডিসি বিএনপির সহসভাপতি মিয়া মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা এবং মতবিনিময় সভায় বিএনপি নেতা নয়ন বাঙালি, জাহিদ খান, এ টি এম আলম, তুহিন ইসলাম, সৈয়দ সালেহ মনসুর পরশ, আবদুল কাইয়ুম, আরিফুল ইসলাম, মোশাররফ হোসেন, এমডি জামান, জাহাঙ্গীর খান, দেলোয়ার হোসেন, আবদুল মুকতাদির, নেছার অহমেদ, কামরুন কনা, তৌহিদুল ইসলাম, নূর হোসেন বাহাদুর, আলী হায়দর, পল্লব আনসারি, মীর নাজিউর রহমান নিকসন, জহিরুল ইসলাম, আলী হায়দর, মোহাম্মদ আলাউদ্দিন, সালাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যু ছাড়া মানুষের সেফ এক্সিট নেই : সারজিস আলম

যে ৪ আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা প্রদান

সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

‘আবরারের গল্প আমাদের প্রজন্মের সাহসের গল্প’

পড়ে রয়েছে বিছানা-পড়ার টেবিল, নেই শুধু আবরার

ফুটপাতে জন্ম, নবজাতক রেখে চলে গেলেন মা

প্রজনন মৌসুমে ইলিশ শিকার : দুই জেলের কারাদণ্ড

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড, দেখে নিন একাদশ

জবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যান্টিন স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার 

১০

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা 

১১

বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদ

১২

শোবিতাকে ছাড়া বাঁচতে পারি না : নাগা চৈতন্য

১৩

চাঁদাবাজবিরোধী অভিযানে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

১৪

হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী

১৫

ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

১৬

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

১৭

শ্বশুরবাড়িতে গাছে ঝুলছিল জামাইয়ের মরদেহ 

১৮

হিসাবরক্ষণ পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১৯

ইরানের হাতে আসছে ‍রুশ অস্ত্র, মধ্যপ্রাচ্যে কী হতে যাচ্ছে?

২০
X