বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহদপ্তর হিসেবে আরও দুজনকে নিযুক্ত করেছে বিএনপি।
শনিবার (০৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহদপ্তর সম্পাদক হিসেবে (১) আরিফুল ইসলাম আরিফ (যুগ্ম সাধারণ সম্পাদক মদমর্যাদা) এবং (২) মো. নাজমুচ্ছাকিব (যুগ্ম সাধারণ সম্পাদক মদমর্যাদা)-কে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, আরিফুল ইসলাম আরিফ এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ছিলেন। তার আগে তিনি ছাত্রদল ঢাবি শাখার সদস্য এবং তারও আগে ছাত্রদল ফজলুল হক মুসলিম হল শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
অপর দিকে নাজমুচ্ছাকিব এর আগে ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তার আগে তিনি ঢাবি ছাত্রদলের আহ্বায়ক এবং তারও আগে সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি আংশিক প্রকাশিত হয় ২০২৪ সালের ১৫ জুন।
মন্তব্য করুন