কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আমি জানি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না : আইনমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন আইনমন্ত্রী। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন আইনমন্ত্রী। ছবি : সংগৃহীত

আমি জানি, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আপনাদের মতো ভোটবিহীন নির্বাচন, হ্যাঁ না ভোট, ১৯৯৬ সালের ১৫ আগস্ট কী করেছেন আমরা ভুলিনি। সেজন্যই আপনাদের আন্দোলনে বাতাস নাই, আন্দোলনে মানুষ সম্পৃক্ত হয় না।

মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণে’ বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী বলেন, যদি আপনাদের এতই মনে হয়, বাংলাদেশের মানুষ আপনাদের একেবারে গাছে উঠিয়ে সরকার বানিয়ে দেবে। তাহলে আপনাদের চ্যালেঞ্জ দিলাম আপনার নির্বাচনে আসুন। আপনারা যদি জয়লাভ করেন আমাদের আপত্তি নেই। তবে আমি জানি বাংলাদেশের মানুষ আপনাদের ভোট দেবে না। তারা সবসময় সঠিকভাবে ভোট দিতে শিখেছে।

আনিসুল হক বলেন, যারা পাকিস্তানগোষ্ঠীর দালাল ছিল, যারা এখন মুসলিম লীগের শেরওয়ানি ছেড়ে বিএনপির কাপড় পরা শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর শত্রু ছিল, এখনো আছে। তারা কিছু কুলাঙ্গার ও মীরজাফরের সঙ্গে ষড়যন্ত্র করে ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা ঘটায়। তারা বঙ্গবন্ধুর পরিবারকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল। সেই ১৯৭৫ সালের অসমাপ্ত ষড়যন্ত্র সম্পূর্ণ করতে ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা ঘটায়। তবে সেখানেও তারা ব্যর্থ হয়।

আইনমন্ত্রী বলেন, সে সময় সরকারে ছিল বিএনপি। সেদিনের সেই আক্রমণে সেখানে ২২ জনকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় একটা মামলা হয় আর সরকারিভাবে আরেকটি তদন্ত হয়। যেখানে একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেছিলেন, এখানে ভারত সরকারের হাত আছে। আর মামলার বাদী ছিলেন শরিফ ফারুক আহমেদ, এফআইআরে জর্জ মিয়ার নাটক সাজানো হলো। মামলার সুষ্ঠু চেষ্টা তারা করেননি, কারণ এতে তারেক রহমান, খালেদা জিয়া জড়িয়ে যাবে। তাই তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, গ্রেনেড হামলায় জোর করে তারেক রহমানকে জড়ানো হয়েছে। মির্জা ফখরুল ইসলামের অভ্যাস মিথ্যা কথা বলা, মিথ্যা বলতে বলতে কোন পর্যায়ের মিথ্যা বলেন তিনি নিজেও ভুলে গেছেন। তিনি মূর্খের মতো মিথ্যুক। একজন বুদ্ধিমান মিথ্যুক মিথ্যা বললে ধরতে দেরি লাগে, আর আহাম্মকের মতো মিথ্যুক হলে মিথ্যা বলার সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়। উনি আহাম্মকের মতো মিথ্যুক, তার কারণ তিনি তথ্য না জেনেই কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি দেশকে যে উপহার দিয়েছে সেগুলো হলো, ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি আইন, এ রকম কালো আইন কোথাও নেই। ৩ নভেম্বরের জেল হত্যা, সাড়ে চার হাজার সামরিক অফিসারকে ক্যু এর অপরাধে হত্যা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দূতাবাসে চাকরি দিলেন, ওনারা বিচার না হওয়ার ব্যবস্থা করলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা মামলা, ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও পরিকল্পনা, রমনা বটমূল হত্যাকাণ্ড, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, দশ ট্রাক অস্ত্র পাওয়া ও বগুড়ায় অস্ত্র মামলা।

এ সময় ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা যদি থাকে পদ্মা সেতুর মতো উন্নয়ন বাংলাদেশে হতেই থাকবে। আমরা শোকে মুহ্যমান, তবে শোককে শক্তিতে প্রতিষ্ঠা করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১০

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১১

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১২

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১৩

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৪

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৫

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৬

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৭

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৮

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৯

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

২০
X