কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১২:৫৬ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

দুই দিনেই বিএনপির ৯৪ জন নেতাকর্মী গ্রেপ্তার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

গত ১৮ ও ১৯ আগস্ট বিএনপির গণমিছিল ও পদযাত্রাকে কেন্দ্র করে সারাদেশে মোট আহত হয়েছেন ৩৫০ জন। নতুনভাবে মামলা হয়েছে ৪টি এবং মোট আসামি ২১১৫ জন। এই দুইদিনে মোট গ্রেপ্তার করা হয়েছে ৯৪ জন নেতাকর্মীকে। এ ছাড়া গত ২৮ ও ২৯ জুলাই হতে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট আহত ১২০০ জন, মোট মামলা ৩২৪টি, মোট গ্রেপ্তার ১৫২১ জন এবং মোট আসামি ১৩,১১৫ জন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। তিনি দাবি করেন, গত ১৯ আগস্ট হবিগঞ্জে বিএনপির পদযাত্রায় এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছের বাসায় এসপি মুরাদ আলী এবং এডিশনাল এসপি খলিলুর রহমানের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে এবং সোমবার জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করে ২টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ প্রায় ২৫০ জনের অধিক নেতাকর্মী। এই ঘটনায় নারায়ণগঞ্জে ১টি মিথ্যা মামলায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দীনসহ মোট এজাহার নামীয় ১১৪ জন এবং অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানায় ১টি মিথ্যা ও বানোয়াট মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিনসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।

বিএনপি কতৃর্ক সময় টেলিভিশন ও একাত্তর টেলিভিশনের টকশো বয়কটের সিদ্ধান্তে টেলিভিশন চ্যানেল মালিকদের অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, কোনো গণমাধ্যম রাজনৈতিক দলের নেতার বক্তব্য ও রাজনৈতিক ঘটনা সমূহ প্রচার করতে পারে, বিকৃত করতে পারে না। গণমাধ্যম নিজেই যদি ফ্যাসিবাদের প্রচারক হয়, তাহলে সেটি হবে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবচেয়ে ভয়ানক হুমকি ও আতঙ্কের। সিএসবি নিউজ, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন, দৈনিক আমার দেশ ও দৈনিক দিনকালের প্রকাশনা বন্ধের সময় অ্যাটকো চুপ ছিল। এতেই বুঝা যায় তারা কারো নির্দেশে প্রভাবিত।

রিজভী বলেন, উল্লিখিত দুটি টেলিভিশনে শুধু টকশো বর্জনের কথা বলা হয়েছে, কিন্তু অন্যান্য কার্যক্রম যেমন সংবাদ সংগ্রহে তো কোনো ধরণের অসহযোগিতা করা হয়নি। টকশো’র সঞ্চালকরা এমনভাবে টকশো পরিচালনা করেন যেখানে বিএনপি, জিয়া পরিবার ও চলমান গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে কুৎসা রটনাকে আরও জোরালো করেন। তাদের মূল দায়িত্বটাই থাকে মিথ্যা তথ্য উপস্থাপন করে নিজেকে একজন খাঁটি আওয়ামী রাজনীতির অনুসারী হিসেবে তুলে ধরা। উক্ত দুটি টেলিভিশন টকশো নিরপেক্ষতা হারিয়েছে। মূলত: তাদের টকশো পরিচালিত হয় গণমাধ্যমের নীতিমালা উপেক্ষা করে। তিনি আরও বলেন, গত সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী ২১ শে আগস্ট নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে মনে হয়েছে এটি বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। মানুষের ভোটাধিকার, ব্যক্তি স্বাধীনতা তথা বহুমাত্রিক গণতন্ত্রকে উচ্ছেদ করার পাশাপাশি গুম, ক্রসফায়ার, অপহরণ, গায়েবী মামলা, ব্যাংক ডাকাতি, রিজার্ভ চুরি, অর্থ পাচারের সাথে সম্পৃক্ত দলের নাম আওয়ামী লীগ। জিয়া পরিবারকে নিয়ে কোনো সভ্য রাজনৈতিক নেতা এ ধরনের বক্তব্য দিতে পারেন না। শেখ হাসিনা বিশ্বাস করেন- অশান্তি, হিংসা আর রক্তপাতকে। তিনি হানাহানিকেই টিকিয়ে রেখেছেন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে বাদ দিয়ে। তিনি ভোটারদের কাছে যেতে পারবেন না বলেই মহানগর, জেলা, উপজেলায় খুন-জখম দেখতে ভালোবাসেন। শেখ হাসিনা গণতন্ত্র এবং সুষ্ঠু ভোটের প্রতি এক ধরনের ক্রোধ থেকে তার প্রত্যহ জন্ম নেয় প্রতিহিংসা ও প্রতিশোধের সব ভয়াবহ ঘটনা। বিএনপির মিছিলের আওয়াজ পেলেই গুলি চালাতে নির্দেশ দেন তিনি। আর বিএনপি’র নেতাকর্মীদের রক্তাক্ত শরীর দেখলে তিনি পৈশাচিক আনন্দ লাভ করেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী আন্দাজ করে ফেলেছেন যে, রক্তাক্ত আক্রমণ চালিয়ে তিনি আর ক্ষমতা ধরে রাখতে পারবেন না। তাই বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে রুটিন মাফিক বিষোদগারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। শেখ হাসিনা এখন যে চিৎকার দিচ্ছেন সেটি হলো—প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন দ্বিগুন তেজে জ্বলে ওঠে সেরকমই। জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১০

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

১১

কেশবপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত 

১২

বিশ্বসুন্দরী মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ফিলিস্তিনি নাহিন আইয়ুব

১৩

স্বেচ্ছাসেবক দল নেতা তুষার নিখোঁজ

১৪

নীরবে শরীরে যে ৭ ক্ষতি করছে ইউরিক অ্যাসিড

১৫

ডুবুরিদের ৩ ঘণ্টার চেষ্টাতেও সন্ধান মেলেনি শিশু নাজিমের

১৬

ভাত ছেড়ে দিলেই কি ওজন কমবে? যা বলছেন পুষ্টিবিদ

১৭

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

১৮

মৃত্যুর কারণ চিরকুটে লিখে গেলেন নাসরিন

১৯

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

২০
X