কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে মারমুখী আচরণ করছে পুলিশ : ছাত্রদল 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা রেজিমের পতনের পরেও পুলিশের আচরণের কাঙ্ক্ষিত মাত্রায় পরিবর্তন হয়নি। হাসিনার বিশ্বস্ত কর্মকর্তারা অদ্যাবধি পুলিশ প্রশাসনে বহাল থাকায় তারা প্রতিশোধস্পৃহা থেকে দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে মারমুখী আচরণ করছে।

সোমবার (১৭ মার্চ) রাতে গণমাধ্যমে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক বিবৃতিতে তারা এ কথা বলেন। ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনসমূহের নেতাকর্মীদের পদযাত্রায় বাধা প্রদান এবং পুলিশ কর্তৃক গায়েবি মামলা দায়েরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেয় ছাত্রদল।

বিবৃতিতে ছাত্রদলের শীর্ষ নেতারা ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে, বিপুল সংখ্যক অজ্ঞাতনামা আসামিসহ ১২ ছাত্রনেতাকে এজাহার নামীয় আসামি করে মামলা দায়ের এবং গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার চেষ্টার তীব্র নিন্দা জানান।

তারা ছাত্রনেতাদের হয়রানি না করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারী নির্যাতনের মামলাগুলোর দ্রুত সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে ছাত্রদলের শীর্ষ নেতারা আরও বলেন, দেশব্যাপি নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দেশের সব প্রান্তে সচেতন ছাত্র-জনতা অব্যাহতভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের ব্যানারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর গণপদযাত্রা করে স্মারকলিপি প্রদান করতে গেলে শাহবাগ এলাকায় তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে উক্ত প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত বিভিন্ন ছাত্রসংগঠনের ১২ জন নেতাসহ ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে রমনা থানায় একটি মামলা দায়ের করেছে।

তারা বলেন, মামলার এজাহারভুক্ত আসামি একাধিক ছাত্রনেতা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না। এ ধরণের মামলা ফ্যাসিস্ট রেজিমের গায়েবি মামলার সংস্কৃতির পুনরাবৃত্তি। এছাড়াও গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ। ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রতি পুলিশ প্রশাসনের এমন আচরণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে উদ্বিগ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১০

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১১

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১২

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৩

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৪

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৫

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৬

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১৭

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

১৮

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

১৯

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

২০
X