কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৩:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি দেশে যত সংস্কার করেছে, তা কারও হাত দিয়ে হয়নি: টুকু

টাঙ্গাইলে বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে টুকু। ছবি : সৌজন্য
টাঙ্গাইলে বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে টুকু। ছবি : সৌজন্য

বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে, তা অন্য কারও হাত দিয়ে হয়নি বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। তাই মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার (নির্বাচনী আসন-৫) কাকুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে টুকু এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতো ভয়াবহ, স্মরণকালে কেউ দেখেনি। সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচিত সরকার প্রয়োজন।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, ধানের শীষ ঐক্যের প্রতীক। আগামীতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এর জন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এ দেশের জনগণকে ভয় পেত। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন।

সুলতান সালাউদ্দিন বলেন, স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ভোট ছাড়া জোর করে ক্ষমতায় থাকতে সংবিধান থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। গত ১৬ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। স্বৈরাচারের পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে অবিলম্বে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চায়। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে দেশের মানুষের সহযোগিতা কামনা করেন যুবদলের সাবেক এই সভাপতি।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু আরও বলেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থানে থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

১০

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

১১

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১২

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১৩

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১৪

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৫

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৬

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১৭

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৮

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

২০
X