কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৬:৪৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশকে অর্বাচীনে পরিণত করেছে সরকার : সিপিবি

সিপিবির সমাবেশ। ছবি : কালবেলা
সিপিবির সমাবেশ। ছবি : কালবেলা

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে দলটির নেতারা বলছেন, বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশকে অর্বাচীনে পরিণত করেছে সরকার।

শুক্রবার (২৫ আগস্ট) দলটির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার বাংলাদেশকে বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে অর্বাচীনে পরিণত করেছে। তারা দেশকে এক ঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।

বক্তারা বলেন, দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী আঞ্চলিক জোট সার্ককে অকার্যকর ও মৃতপ্রায় করা হয়েছে। অন্যদিকে সার্কের বিপরীতে গড়ে ওঠা আঞ্চলিক জোট ও সহযোগিতা গোষ্ঠীগুলোতে বাংলাদেশের ন্যূনতম অবস্থান নেই। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকার আন্তর্জাতিক পর্যায়ে কোথাও মর্যাদাপূর্ণ স্বাধীন অবস্থান গ্রহণ করতে পারছে না। অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার সমর্থন জোগাড় করতে গিয়ে সরকার দেশের মর্যাদা ধুলায় বিসর্জন দিয়েছে।

বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মতো মহান জনযুদ্ধের মধ্য স্বাধীনতা অর্জন করা বাংলাদেশের এমন করুণ পরিণতির দায় বর্তমান সরকারের। এই সরকারের হাত থেকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করা জরুরি। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার ও দেশের মর্যাদা সমুন্নত করা হবে।

নগরীর পুরানা পল্টন মোড় থেকে গুলিস্তান হয়ে নবাবপুর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও দলের ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম, আবদুল্লাহ ক্বাফী রতন, জলি তালুকদার, আক্তার হোসেন, হযরত আলী, বিকাশ সাহা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে অতীতের মতোই একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার সব ধরনের প্রচেষ্টা চলমান। এই প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন ভূঁইফোড় দল, সাম্প্রদায়িক গোষ্ঠী, এমনকি জামায়াতকে নিয়েও রাষ্ট্রশক্তির নানা তৎপরতা চোখে পড়ছে। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবি আদায়ের মধ্য দিয়ে সরকারের সব চক্রান্ত রুখে দিতে হবে।

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ অন্যান্য গণদাবিতে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী ১ সেপ্টেম্বর খিলগঁও রেলগেট থেকে তালতলা হয়ে মালিবাগ রেলগেট, ৮ সেপ্টেম্বর রাজধানী সুপার মার্কেট থেকে নারিন্দা হয়ে ধোলাইখাল, ২২ সেপ্টেম্বর লালবাগ সেকশন থেকে আজিমপুর হয়ে নিউমার্কেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

অপরাধীদের দল-মতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপার

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

বছরের প্রথম সুপারমুন আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

১০

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১১

‘ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে’

১২

কমলো এলপি গ্যাসের দাম 

১৩

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

১৪

অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা

১৫

কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

১৬

ভয়াবহ হামলার ২ বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক

১৭

মৃত্যু ছাড়া মানুষের সেফ এক্সিট নেই : সারজিস আলম

১৮

যে ৪ আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন

১৯

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা প্রদান

২০
X