কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাজার সিন্ডিকেট-চাঁদাবাজি বন্ধে ব্যর্থ উপদেষ্টাদের অপসারণ দাবি বাম ঐক্যের

বক্তব্য রাখছেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম। ছবি : কালবেলা

বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে ব্যর্থ ও অযোগ্য উপদেষ্টাদের অপসারণ করার দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

রোববার (২০ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি এ দাবি জানান তারা। চাল,-তেলসহ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশব্যাপী চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করার দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে এই সমাবেশ হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আমরুল হক প্রমাণিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কেন্দ্রীয় নেত্রী নাজমা বেগম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, আবদুল বারী প্রমুখ।

সমাবেশে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, গত ৯ মাসে বাজার সিন্ডিকেট ভাঙতে না পারা, মব সন্ত্রাস এবং মাজার, মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কল-কারখানা লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধ করতে না পারা, সারা দেশে ভয়াবহ চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে যাওয়া, আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। যা গণঅভ্যুত্থানপরবর্তী জন আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত।

তারা আরও বলেন, স্বৈরাচার ও তার দোসর ব্যতীত সব রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাংলাদেশের আকাশে কালোমেঘের অশনিসংকেত। ফ্যাসিস্টদের পুনর্বাসনের চক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা সুকৌশলে করে যাচ্ছে।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার ও প্রশাসনের সব পর্যায়ে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে ব্যর্থ হলে সবার পরিণতি ভয়াবহ হবে। তাই সরকারকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বাম ঐক্যের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

জয়ের পরও শান্তর মুখে হতাশা

ঘুষ ছাড়া ফাইল ছাড়েন না কর্মকর্তা, রাজশাহী মাউশি কার্যালয়ে দুদক

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

১০

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

১১

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

১২

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

১৩

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

১৪

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

১৫

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১৬

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১৭

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১৮

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৯

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

২০
X