কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের মহাসমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা। ছবি : কালবেলা
সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা। ছবি : কালবেলা

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওয়ায়েজিনের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও রাবেতাতুল ওয়ায়েজিনের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী, সহকারী মহাসচিব হাসান জামিল, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, আলী আকবর কাসেমী ও আব্দুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আল হাবিব বলেন, গত শনিবার (১৯ এপ্রিল) নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেছে, তা ইসলাম ও কুরআনের সুস্পষ্ট বিরোধিতা করে। এতে ইসলামবিরোধী ধারাগুলো অন্তর্ভুক্ত থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় উঠেছে। আমরা এই সুপারিশগুলো শুধু বাতিল নয়, সংশ্লিষ্ট কমিশনকেও বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়ায়েজিনে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম এবং সম্মানিত ওলামায়ে কেরামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আন্দোলন কেবল একটি ইস্যু নয়- এটি ঈমান, শরিয়াহ ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম।

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ সফল করতে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলা, মহানগর, থানা ও স্থানীয় পর্যায়ে গণসংযোগ, শুক্রবার সারা দেশে বাদ জুমা বিক্ষোভ, ২৫ এপ্রিল ও ২ মে দেশের প্রতিটি মসজিদের মিম্বর থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রস্তাবের অসারতা তুলে ধরার আহ্বান এবং সব পর্যায়ের আলেম ও ধর্মপ্রাণ জনতাকে ৩ মের মহাসমাবেশে উপস্থিত হয়ে ইসলামি মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে কণ্ঠ মিলানোর আহ্বান।

জুনায়েদ আল হাবিব বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপরাধ আলেম-ওলামা ও তৌহিদি জনতার রক্তের বিচার- এটি শুধু হেফাজতের দাবি নয়, এটি গোটা জাতির অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার পূর্বশর্ত। ইনশাআল্লাহ, আমরা ৩ মের মহাসমাবেশে সেই দাবি আদায়ের লক্ষ্যে মিলিত হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে : অ্যাটর্নি জেনারেল 

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে যোগ দিল যেসব দল ও সংগঠন

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

১০

শাহবাগে নেই ছাত্রদল-বাম

১১

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

১২

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

১৩

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

১৪

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

১৫

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

১৬

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১৭

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১৮

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

১৯

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

২০
X