শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের মহাসমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা। ছবি : কালবেলা
সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা। ছবি : কালবেলা

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওয়ায়েজিনের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও রাবেতাতুল ওয়ায়েজিনের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী, সহকারী মহাসচিব হাসান জামিল, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, আলী আকবর কাসেমী ও আব্দুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আল হাবিব বলেন, গত শনিবার (১৯ এপ্রিল) নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেছে, তা ইসলাম ও কুরআনের সুস্পষ্ট বিরোধিতা করে। এতে ইসলামবিরোধী ধারাগুলো অন্তর্ভুক্ত থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় উঠেছে। আমরা এই সুপারিশগুলো শুধু বাতিল নয়, সংশ্লিষ্ট কমিশনকেও বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়ায়েজিনে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম এবং সম্মানিত ওলামায়ে কেরামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আন্দোলন কেবল একটি ইস্যু নয়- এটি ঈমান, শরিয়াহ ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম।

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ সফল করতে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলা, মহানগর, থানা ও স্থানীয় পর্যায়ে গণসংযোগ, শুক্রবার সারা দেশে বাদ জুমা বিক্ষোভ, ২৫ এপ্রিল ও ২ মে দেশের প্রতিটি মসজিদের মিম্বর থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রস্তাবের অসারতা তুলে ধরার আহ্বান এবং সব পর্যায়ের আলেম ও ধর্মপ্রাণ জনতাকে ৩ মের মহাসমাবেশে উপস্থিত হয়ে ইসলামি মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে কণ্ঠ মিলানোর আহ্বান।

জুনায়েদ আল হাবিব বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপরাধ আলেম-ওলামা ও তৌহিদি জনতার রক্তের বিচার- এটি শুধু হেফাজতের দাবি নয়, এটি গোটা জাতির অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার পূর্বশর্ত। ইনশাআল্লাহ, আমরা ৩ মের মহাসমাবেশে সেই দাবি আদায়ের লক্ষ্যে মিলিত হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X