কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়তের নতুন সভাপতি সাজিদুর রহমান

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের জরুরি বৈঠকে নেতারা। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের জরুরি বৈঠকে নেতারা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা সাজিদুর রহমান।

শনিবার (২৪ মে) সকালে রাজধানীর খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুমে সংগঠনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সাজিদুর রহমান।

২০২৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন সভাপতি আল্লামা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে সংগঠনের নির্বাহী পরিষদ তার আবেদন গ্রহণ করে সংগঠনের সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে। দীর্ঘ পাঁচ মাস সফলভাবে এ দায়িত্ব পালন শেষে আজকের বৈঠকে তাকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

বৈঠকে উপস্থিত নেতারা বলেন— ‘আল্লামা সাজিদুর রহমান দ্বীনি ময়দানে সুদীর্ঘ সময় ধরে যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, তার প্রজ্ঞা, ত্যাগ ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমে নতুন গতি ও দৃঢ়তা এনে দেবে এবং সংগঠনের নেতৃত্বকে আরও বলিষ্ঠ, সুসংগঠিত ও গতিশীল করে তুলবে, ইনশাআল্লাহ।’

এ সময় নবনির্বাচিত সভাপতির সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে আক্বিদায়ে খতমে নবুওয়তের শাশ্বত বিশ্বাস রক্ষা করে কাদিয়ানি সম্প্রদায়ের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও তাদের ইমানবিধ্বংসী সকল অপতৎপরতা ও অপপ্রয়াস প্রতিরোধে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আগের মতোই ঐতিহ্যবাহী আপসহীন দৃঢ় ভূমিকা কার্যকরভাবে অব্যাহত রাখবে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সাজিদুর রহমান বলেন, আমরা এদেশে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ব্যানারে খতমে নবুওয়তের ইমানি আক্বিদা ও বিশ্বাস রক্ষার আন্দোলন ও সংগ্রামে দীর্ঘ তিন যুগ ধরে আপসহীন ভূমিকা পালন করে আসছি। আমরা বিগত সব সরকারের নিকট যেমন কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছি, তেমনি বর্তমান অন্তর্বর্তী সরকারকেও এই ন্যায্য ও সংবেদনশীল দাবির প্রতি গুরুত্ব দিয়ে বিবেচনার জোর আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ও চেতনার প্রতি সম্মান দেখিয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা মীর ইদরিস, মাওলানা মুসা বিন ইজহার, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুঈনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, দপ্তর সম্পাদক মাওলানা আল আমিন ফয়জী, সহকারী দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা শারাফাত উল্লাহ, মাওলানা ড. আসেম হারুন ইসলামাবাদী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা আনোয়ার হুসাইন রাজী, মাওলানা ইয়ামিন, মাওলানা হিফজুর রহমানসহ কেন্দ্রীয় প্রমুখ নেতা ও অন্য দায়িত্বশীলরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

১০

রূপায়ণ সিটি উত্তরা-বায়োজিন কসমেসিউটিক্যালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

১১

অঝোরে কাঁদলেন শহীদ সাগরের বাবা

১২

ভয়ংকর আসামিদের পুলিশ আটক করে, বিচারকরা জামিন দিয়ে দেন : আবু হানিফ 

১৩

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের শাস্তির দাবি

১৪

শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১৫

জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা শনিবার, সনাতনীদের ১০ দফা দাবি

১৬

সিলেটে চার লেন মহাসড়ক প্রকল্প বন্ধে সেলিম উদ্দিনের উদ্বেগ

১৭

গোপন বৈঠক / প্রধান আসামির দায় স্বীকার, রিমান্ডে আরও দুই ছাত্রলীগ নেতা

১৮

সাঈদীর স্মরণে লেখা আজহারীর ফেসবুক পোস্ট ‘ভাইরাল’

১৯

গোলাম আবু জাকারিয়ার ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন

২০
X