কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৭:৫৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

লেট ক্লিয়ারিংয়ের জন্য অপেক্ষা করবেন না, প্রধানমন্ত্রীকে রিজভী

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও ভোটারবিহীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। লেট ক্লিয়ারিংয়ের জন্য যাতে অনেক ড্যামারেজ দিতে না হয়, সে বিষয়ে ইতিহাসের শিক্ষা থেকে সরকারের সতর্ক হওয়া উচিত।

আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান দেশের দুঃশাসন ও অগণতান্ত্রিক সরকারের গণবিরোধী কাজের বিরুদ্ধে দেশের জনগণের চাপ ও অন্যান্য গণতান্ত্রিক দেশ এবং মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াবেন না বলে বলেছেন আওয়ামী শাসকগোষ্ঠী। অবৈধ লুটের মালের প্রতি লালসা লুটেরারা কখনোই ত্যাগ করতে পারে না। অক্লেশে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন ক্ষমতাসীনরা। তাই অবৈধ ক্ষমতার প্রতি গণতান্ত্রিক শক্তির যে কোনো চাপেই তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা যায়।

রিজভী বলেন, এরই মধ্যে পরিবর্তনের দ্রুততা এতটাই প্রখর হয়ে উঠেছে যে, অবৈধ সরকারের মনে বিভীষিকা বিস্তার লাভ করেছে। শেখ হাসিনার উন্নয়নের ইন্দ্রজালে কোনো কাজ হচ্ছে না দেখে এখন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করছেন। একমাত্র শেখ হাসিনার একগুঁয়েমির কারণেই রাজনীতির ময়দান স্থিতিশীল, নিরাপদ, শান্ত হয়ে উঠছে না।

রিজভী বলেন, গত ৯ জুন কুমিল্লায় পুলিশের নৃশংসতার এক অভিনব পৈশাচিক দৃশ্য দেশবাসীকে হতবিহ্বল করেছে। পুলিশ যে শেখ হাসিনার প্রতিহিংসার চোরাস্রোত দিয়ে সৃষ্টি সেটি দেখা গেছে কুমিল্লার ঘটনায়। সেই দিনের ঘটনা ছিল তীব্র দুঃশাসনের এক জ্বলন্ত দৃষ্টান্ত। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার গ্রেপ্তারসহ নানা জনদাবিতে যুবদল কুমিল্লা শাখার উদ্যোগে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে আসার পথে পুলিশ বাধা দিয়ে তাদের ফিরে যেতে বলে।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিহারের লক্ষ্যে পুলিশের এমন উসকানিমূলক নিষেধাজ্ঞা প্রাপ্তির পর যুবদল নেতৃবৃন্দ তাদের কর্মীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে মিছিলের পেছন দিক থেকে হামলা চালায়। এতে মিছিলে অংশগ্রহণকারীরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে যায়। ওই সময় পুলিশ যুবদলের নেতাকর্মীসহ পথচারীদেরও বেধড়ক মারধর করে আহত করে। পুলিশের এমন সহিংস আক্রমণ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে নেতাকর্মীরা নিকটবর্তী বাসাবাড়ি ও দোকানপাটে আশ্রয় নেয়। এরপর পুলিশ পার্শ্ববর্তী মার্কেট ও তৎসংলগ্ন স্থান থেকে নিরীহ-নিরপরাধ ১০ জনের বেশি নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। তিনি বলেন, পুলিশের এমন অন্যায় ও বেআইনি কর্মকাণ্ড আশপাশের লোকজন ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের সামনে ঘটেছে। অথচ কোতোয়ালি থানার ওসি আহমেদ মঞ্জুর মোর্শেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান উল্টো যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে। তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

রিজভী জানান, নিরীহ, নিরপরাধ ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অপরাধজনক আক্রমণ পরিচালনাকারী পুলিশ সদস্যদেরই একজন এসআই খাজু মিয়া ভিকটিম বিক্ষোভকারীদের মধ্যে ১৮ জনকে এবং অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মিথ্যা মামলা করে। পুলিশের এমন আচরণ গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নিশিরাতের সরকারের একটি হিংস্র রসিকতা।

ওই নৃশংস আক্রমণে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, কোতোয়ালি থানার ওসি আহমদ মঞ্জুর মোর্শেদ, এসআই খাজু মিয়া, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, এএসআই মাসুদুর রহমান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আলাউদ্দিন, এএসআই প্রণয় চাকমা, নায়েক দেলোয়ার হোসেন, কনস্টেবল তুহিনুর রহমান, নজরুল ইসলাম, উজ্জল মিয়া, রফিক ও অন্যান্য আরও অজ্ঞাত ১০-১৫ জন কর্মকর্তা অংশ নেন। তিনি বলেন, উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের এমন অপরাধজনক আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

রিজভী আরও বলেন, গত ১৪ জুন চট্টগ্রামে তারুণ্যের মহাসমাবেশ শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে মীরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে মীরসরাই ইছাখালী শাহাজি বাজার এলাকা থেকে রাত ৯টার দিকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে প্রায় ৩-৪ ঘণ্টা পর জোরারগঞ্জ থানায় সোপর্দ করে এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠায়। এটি নিষ্ঠুরতার এক নজিরবিহীন ঘটনা। সভ্যতা ও মানবাধিকার লঙ্ঘনের এক কুৎসিত ঘটনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মো. আবদুর রহিম, আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক ড. সাইফুল ইসলামসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’র কোটি ভিউজ উদযাপন

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

১০

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১১

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১২

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১৩

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৪

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

১৫

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১৬

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১৭

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১৮

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৯

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

২০
X