বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে মঙ্গলবার (২২ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্র ঘোষিত মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা ও নিহতদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আল্লাহ যেন আহতদের পরিপূর্ণ সুস্থতা দান করেন। তাদের প্রতি রহম করুন। সঙ্গে সঙ্গে আমরা ঘোষণা করতে চাই এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার যে কোনো প্রয়োজনে পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মুহিবুল্লাহ, জামাল উদ্দিন ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ আশরাফুল হক, মহানগরীর মজলিসে শূরা সদস্য মাহবুবুল আলম, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, হাসনাইন আহমেদ, গাজী মনির হোসাইন, আবু বকর সিদ্দিক, ইসরাইল হোসেন প্রমুখ।
এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন। ওই ভবনে তখন অনেক স্কুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যাদের অধিকাংশই হতাহত হয়েছেন।
মন্তব্য করুন