কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

জেডআরএফ‘র বোর্ড অব ডাইরেক্টরসের ষষ্ঠ সভা অনুষ্ঠিত

জেডআরএফ‘র বোর্ড অব ডাইরেক্টরসের সভা। ছবি : কালবেলা
জেডআরএফ‘র বোর্ড অব ডাইরেক্টরসের সভা। ছবি : কালবেলা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস-এর ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) গুলশানে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সভা পরিচালনা করেন নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

সভার শুরুতে দোয়া ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। সভায় সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব আনা হয় এবং সৃষ্টিকর্তার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশুদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে করা হয়।

সভায় ফেনী জেলার বন্যা, ডেঙ্গুর প্রকোপ, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, ভেটেরিনারি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ডা. সাজিদ বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান অবস্থা এবং নিয়ন্ত্রণের উপায় নিয়ে প্রেজেন্টেশন দেন। সুস্থ পরিবেশ এবং নিরাপদ প্রাণিজগৎ নিয়ে কার্যকর আলোচনা হয়েছে। এশিয়া প্যাসিফিকের কোঅর্ডিনেটর অধ্যাপক ড. শাকিরুল ইসলাম খান শাকিল ডেঙ্গুর আক্রমণ ও মৃত্যুহার নিয়ে আলোচনা করেন। ইঞ্জিনিয়ার আশরাফ রেজা ফরিদী ফেনী জেলার ২০২৪ সালের বন্যা এবং ২০২৫ সালের বন্যার বর্তমান অবস্থা এবং তা থেকে পরিত্রাণের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেন। ফাউন্ডেশন কতৃক উদ্ভাবিত কমল বীজ উৎপাদন ও গরিব কৃষকের মধ্যে বিতরণের কৌশল নিয়ে কথা বলেন কৃষিবিদ বাচ্চু। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পতনশীল ব্যাকটেরিয়াল ফাইবার থেকে বহুমুখী উপাদানে রূপান্তর যা প্লাস্টিকের বিকল্প হতে পারে এ বিষয়ে আলোচনা করেন।

সভার সভাপতি ডা. জুবাইদা রহমান সমাপনী বক্তব্যে ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকরা তাদের ভালোবাসা ও সাহসিকতার সঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। আগামীতে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা এবং হৃদরোগ সচেতনতার জন্য কীভাবে জনগণকে সম্পৃক্ত করা যায় তা আলোচনার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় বোর্ড অব ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মো. মাহবুব আলম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা ঊমায়ন মনি চৌধুরী, হাফিজ আল আসাদ সাঈদ খান, ডা. মোস্তফা আজিজ সুমন ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এ এস হায়দার পারভেজ ও কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম। সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ডা. পারভেজ রেজা কাকন, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, প্রকৌশলী মো. আশরাফ রেজা ফরিদি জিলানী ও কৃষিবিদ বয়জার রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডাকসু নির্বাচনে স্বৈরাচার-রাজাকার একাকার হয়ে গেছে : প্রিন্স

রেল ভূমির ভাড়া বৃদ্ধি তিনগুণ, আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা

অবশেষে ত্রিভুবন বিমানবন্দর চালু, ফেরার অপেক্ষায় জামালরা

আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ক্লাসে ফিরেছে রূপলালের ছেলে

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস

নেপালের পর এবার ভারতেও আন্দোলন শুরু

এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, নিয়ন্ত্রণে আটক ২ শতাধিক 

দুই বছর ছয় মাস পর র‌্যাঙ্কিং সিংহাসন হারাচ্ছে আর্জেন্টিনা

শিবির নেতাদের প্রতি আসিফ নজরুলের অনুরোধ

১০

বুমরাহকে আরব আমিরাতের বিপক্ষে নামানো হলে ধর্মঘটে যাবে জাদেজা

১১

সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি

১২

আবার চালু হলো নেপালের বিমানবন্দর

১৩

ক্লাস চলাকালে কোচিং করালে মোবাইল কোর্টে ব্যবস্থা : ডিসি মোস্তাক

১৪

জেন-জি গোষ্ঠীর অভিযোগ / ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা আন্দোলন ছিনতাই করেছে’

১৫

বিপসট ও বাউবির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সই

১৬

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির পাইথন উদ্ধার

১৭

ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

১৮

কমিউনিটি ব্যাংক-সোলশেয়ারের মধ্যে চুক্তি সই

১৯

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ ভাইবোনের

২০
X