কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

জেডআরএফ‘র বোর্ড অব ডাইরেক্টরসের ষষ্ঠ সভা অনুষ্ঠিত

জেডআরএফ‘র বোর্ড অব ডাইরেক্টরসের সভা। ছবি : কালবেলা
জেডআরএফ‘র বোর্ড অব ডাইরেক্টরসের সভা। ছবি : কালবেলা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস-এর ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) গুলশানে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সভা পরিচালনা করেন নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

সভার শুরুতে দোয়া ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। সভায় সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব আনা হয় এবং সৃষ্টিকর্তার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশুদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে করা হয়।

সভায় ফেনী জেলার বন্যা, ডেঙ্গুর প্রকোপ, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, ভেটেরিনারি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ডা. সাজিদ বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান অবস্থা এবং নিয়ন্ত্রণের উপায় নিয়ে প্রেজেন্টেশন দেন। সুস্থ পরিবেশ এবং নিরাপদ প্রাণিজগৎ নিয়ে কার্যকর আলোচনা হয়েছে। এশিয়া প্যাসিফিকের কোঅর্ডিনেটর অধ্যাপক ড. শাকিরুল ইসলাম খান শাকিল ডেঙ্গুর আক্রমণ ও মৃত্যুহার নিয়ে আলোচনা করেন। ইঞ্জিনিয়ার আশরাফ রেজা ফরিদী ফেনী জেলার ২০২৪ সালের বন্যা এবং ২০২৫ সালের বন্যার বর্তমান অবস্থা এবং তা থেকে পরিত্রাণের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেন। ফাউন্ডেশন কতৃক উদ্ভাবিত কমল বীজ উৎপাদন ও গরিব কৃষকের মধ্যে বিতরণের কৌশল নিয়ে কথা বলেন কৃষিবিদ বাচ্চু। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পতনশীল ব্যাকটেরিয়াল ফাইবার থেকে বহুমুখী উপাদানে রূপান্তর যা প্লাস্টিকের বিকল্প হতে পারে এ বিষয়ে আলোচনা করেন।

সভার সভাপতি ডা. জুবাইদা রহমান সমাপনী বক্তব্যে ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকরা তাদের ভালোবাসা ও সাহসিকতার সঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। আগামীতে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা এবং হৃদরোগ সচেতনতার জন্য কীভাবে জনগণকে সম্পৃক্ত করা যায় তা আলোচনার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় বোর্ড অব ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মো. মাহবুব আলম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা ঊমায়ন মনি চৌধুরী, হাফিজ আল আসাদ সাঈদ খান, ডা. মোস্তফা আজিজ সুমন ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এ এস হায়দার পারভেজ ও কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম। সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ডা. পারভেজ রেজা কাকন, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, প্রকৌশলী মো. আশরাফ রেজা ফরিদি জিলানী ও কৃষিবিদ বয়জার রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ৮ দিন ধরে আটকা সারবোঝাই জাহাজ

‘ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা 

জুলাই-সেপ্টেম্বর / বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড

পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

বৃষ্টির পর ঢাকার বাতাস আজ কেমন?

প্রাণ গেল মসজিদের ইমামের

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

১০

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

১১

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

১২

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

১৪

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

১৫

বিএনপিতে যোগ দিলেন অব্যাহতি পাওয়া জাপা নেতা

১৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার ক্রয় বড় বাধা বলে মনে করছে আইএমএফ

১৭

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

১৮

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন হাফেজ রায়হান

১৯

উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন না করাসহ ১২টি নির্দেশনা মানতে হবে পর্যটকদের

২০
X