কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৩:২৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

একনেকে অনুমোদন পায়নি জুলাই ফ্ল্যাট প্রকল্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেওয়ার জন্য একটি প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হয়েছিল। কিন্তু একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪ ফ্ল্যাট নির্মাণ করার কথা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি। এ ছাড়া আরও ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

অর্থবছরের প্রথম একনেক সভায় উত্থাপন করা ১৪টি প্রকল্পের মধ্যে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সভা। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি) প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ০৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন স্থাপন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (প্রস্তাবিত ২য় সংশোধিত)।

স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রামীণ স্যানিটেশন প্রকল্প’এবং ‘বহদ্দারহাট বাড়াইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ (৩য় সংশোধিন)। রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১ম সংশোধিত)’ ‘শিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়)’ প্রকল্প।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি)’। কৃষি মন্ত্রণালয়ের কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি (১ম সংশোধিত)’ প্রকল্প।

এ ছাড়া দেশি বিদেশি উৎস থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪ এর অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক প্রকল্পসহ পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত আরও ১৮টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির পাশে জমা থাকা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সেন্টমার্টিন দ্বীপে ভাঙন, শতাধিক ঘরবাড়ি প্লাবিত

কলাবাগানে ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আ.লীগের লোকদের সঙ্গে কেউ চলাফেরা করবেন না : মেজর হাফিজ 

রাজনৈতিক দলগুলোর সামনে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব উপস্থাপন

ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯

পুলিশের ৯ কর্মকর্তাকে রদবদল

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি

বাংলাদেশে ব্যাপকভাবে বাড়ছে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা

ফিলিস্তিনিদের চাকরি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফে সিলগালা

১০

সাংবাদিককে আ.লীগ নেতার প্রাণনাশের হুমকি

১১

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, দলগুলো একমত

১২

ছাত্র ভর্তির নামে ঘুষগ্রহণ, অফিস সহকারী বরখাস্ত

১৩

সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশে ‘ডুব’ দিল বিমান

১৪

হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতাম : আমীর খসরু

১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জন সাতদিনের রিমান্ডে

১৬

ছোট পর্দায় ‘তাণ্ডব’

১৭

একনেকে অনুমোদন পেল ঢাবির ২৮শ কোটির মেগা প্রকল্প

১৮

ভিয়েনার রেস্তোরাঁয় হিব্রু বলে বিপদে ইসরায়েলি মিউজিশিয়ান

১৯

৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড

২০
X