কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠক। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠক। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ‘জুলাই সনদের খসড়া পড়ে, এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। সনদের খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি। অথচ পুরো ফ্যাসিবাদ তারই নেতৃত্বে নৃশংসতা চালিয়েছে।’

ইউনুস আহমদ বলেন, ‘সাম্প্রতিক একাধিক ফোনালাপে প্রমাণিত শেখ হাসিনাকে সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা গেছে। তারপরও জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না। একইসঙ্গে জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গৎবাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নেই।’

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে খসড়া জুলাই সনদের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই সনদের ক্ষেত্রে প্রধান চাওয়া ছিল, এর আইনি মর্যাদা ও বাধ্যবাধকতা। কিন্তু খসড়া সনদে এই সম্পর্কে কিছুই বলা হয়নি। ফলে এই সনদের আদতে কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না। অঙ্গীকারনামা-৭-এ যথাযোগ্য স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করার কথা বলা হয়েছে। এখানে যথাযোগ্য শব্দটি আপেক্ষিক। যে যার মতো করে এর মর্যাদা ও তাৎপর্য নির্ধারণ করবে। অথচ জুলাইয়ের তাৎপর্য আপেক্ষিক না বরং রক্তরঞ্জিত বাস্তবতা।’

ইউনুস আহমদ বলেন, ‘সনদের কোথাও অংশগ্রহণকারীদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কোনো আইনি সুরক্ষা রাখা হয়নি। ফলে অভ্যুত্থানের নায়কদের নিরাপত্তা দীর্ঘমেয়াদে বিপদে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অংশ নেওয়া শক্তি ও পক্ষের উল্লেখ নেই। মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখ নেই। ফ্যাসিবাদের দোসরদের সম্পর্কেও সনদের খসড়া নিশ্চুপ। এর ফলে স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন সহজ হবে।’

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘বাংলাদেশ যে দেড় দশক স্বৈরতন্ত্রের যাঁতাকলে পিষ্ট হলো, তার প্রধান দায় ভারতের। অথচ জুলাই সনদে ভারত নিয়ে রহস্যজনক নীরবতা লক্ষ করা যাচ্ছে। সামগ্রিকভাবে খসড়া সনদ খুবই দুর্বল প্রকৃতির হয়েছে এবং আইনি বাধ্যবাধকতাসহ অপরিহার্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। একইসঙ্গে পতিত স্বৈরাচারের অপকর্ম চিত্রায়ণে ব্যর্থতা ফুটে উঠেছে।’

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী কেন্দ্রীয় নেতা এবিএম জাকারিয়া, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুহাম্মদ মকবুল হোসাইন, মুফতি দেলাওয়ার হোসেন সাকী, মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নবী, এম হাছিবুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি মানসুর আহমাদ সাকী ও মুফতি রেজাউল করীম আববার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনসার্টের জন্য অনুদান চেয়ে ৭০ প্রতিষ্ঠানকে সাবেক সমন্বয়কের চিঠি 

বাঁচতে চাইলে এ মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ

জাপানে ভয়াবহ সুনামির আঘাত, এগিয়ে আসছে আরও শক্তিশালী ঢেউ

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ বৃহস্পতিবার

সন্তানের মৃত্যু নিয়ে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বাবার বিরুদ্ধে

বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

কুকুরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে জরিমানা

১০

গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

১১

বন্যা আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ / ‘খুব ভয় লাগছে, জানি না কী হবে’

১২

৩০ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

ব্র্যাকের ইয়াং প্রফেশনালে নিয়োগ চলছে

১৪

টিভিতে আজকের খেলা

১৫

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

৩০ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৮

খালি পেটে যে খাবার বয়ে আনতে পারে বিপদ

১৯

ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন ২ বাংলাদেশি

২০
X