ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আসন্ন নির্বাচনে সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী ও সংগঠনের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেছেন, ‘বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ডেন্টাল চিকিৎসকদের দাবি অনুযায়ী, দেশের মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহকে মেডিকেল কলেজে রূপান্তর করা হবে। একইসঙ্গে সমস্ত ডেন্টাল কলেজকে ইনোভাইট করে ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে সব ডেন্টাল সাবজেক্টকে উন্নত করার পদক্ষেপ নেওয়া হবে।’
বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চিকিৎসকদের উদ্দেশে অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, ‘যারা জাতীয়তাবাদের আদর্শ-মতবাদে বিশ্বাসী, সৎ, মেধাবী, ত্যাগী এবং অতীতে রাজপথের পরীক্ষিত নেতৃত্ব; সেই নেতৃত্বের সঙ্গে থাকলে আপনাদের মেধা ও কাজের মূল্যায়ন হবে। একইসঙ্গে আপনারা আপনাদের সাবজেক্ট, মেডিকেল কলেজ ও শাখাকে উন্নত করতে পারবেন।’
তিনি বলেন, ‘ডেন্টালের চিকিৎসকরা আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আমরা ড্যাবের নেতৃত্বে থাকাবস্থায় ডেন্টাল চিকিৎসকদের বিভিন্ন ভালো জায়গায় পদায়ন করেছি, ডেন্টাল চিকিৎসকদের ক্ষমতায়িত করার চেষ্টা করেছি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) এক্সিকিউটিভ কমিটিতে অতীতে কোনোদিন ডেন্টালের কোনো প্রতিনিধি ছিল না। আমরা বিএমডিসির নির্বাহী কমিটিতে ডেন্টাল চিকিৎসকদের থেকে একজনকে ইসি মেম্বার হিসেবে রেখেছি এবং বিএমডিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সাব কমিটিতেও দুজন ডেন্টাল চিকিৎসককে প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।’
ডা. হারুন বলেন, ‘বিগত সময়ে কোনো ডেন্টাল চিকিৎসকের বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনে সদস্য হওয়ার যোগ্যতা ছিল না। আমরা তাদের সেই যোগ্যতা দিয়ে অ্যাসোসিয়েশনের সদস্য করেছি। আমরা বিশ্বাস করি, আগামী দিনে যখন অ্যাসোসিয়েশনের কমিটি হবে, আপনারা (ডেন্টাল চিকিৎসক) সেখানে নেতৃত্ব দিবেন।’
তিনি বলেন, ‘ডেন্টাল চিকিৎসকদের আরেকটি দাবি হচ্ছে, সারা দেশের চিকিৎসকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে (বিএমএ) অন্তর্ভুক্তিকরণ। আমরা আগামী দিনে বিএমএ-তে নির্বাচিত হলে এবং দাবি বাস্তবসম্মত হলে আপনাদের বিএমএর সদস্য করার পদক্ষেপ নেওয়া হবে।’
ঢাকা ডেন্টাল কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভা যৌথভাবে সঞ্চালনা করেন ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. সজীব তরফদার।
সভায় আরও বক্তব্য রাখেন, ড্যাবের আসন্ন নির্বাচনে সম্ভাব্য মহাসচিব পদপ্রার্থী ও ড্যাবের সদ্য সাবেক কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সদ্য সাবেক সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সদ্য সাবেক যুগ্ম মহাসচিব ও নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. খালেকুজ্জামান দিপু, সদ্য সাবেক সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ, সদ্য সাবেক সহ-সম্পাদক ডা. খান মহিবুল্লাহ সাঈদ, ইসি কমিটির সদস্য ডা. রাশেদ মোশারফ, ডা, বাসেদুর রহমান সোহেল, ডা. মালিক আসরার অংকুর, গাজীপুর-ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আলী আকবর পলান, ঢাকা ডেন্টাল কলেজ ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল হারুন, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল হাসান, দপ্তর সম্পাদক ডা. শামীম আহমেদ, ক্রীড়া সম্পাদক ডা. হাসানুল কাফী, ডা. দীপায়ন মজুমদার, কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. রেদোয়ান ফেরদৌস, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ডা. ইফতেখার উল আলম, ডা. রাজু, ডা. মুহিন, ডা. সুদীপ্ত।
এ ছাড়াও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলমগীর কবির উজ্জ্বল, বিভাগীয় প্রধান ডা. আব্দুল আওয়াল, ডা. বাবুল হায়দার খান, ডা. আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল হাসান, সহকারী অধ্যাপক ডা. মো. এনায়েত হোসেন ঝিনুক, বিএমইউ ড্যাবের ডা. এরশাদ আহসান সোহেল, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ডা. শাহাদাত হোসেন, ডা. সাইদুর রহমান, এম-ট্যাবের সভাপতি এ কে মুসা লিটন, ন্যাবের সাধারণ সম্পাদিকা ইয়াসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন