শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:২১ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচন রোধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : নীরব

সমাবেশে বক্তব্য দেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

আগামী বছরের ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়, সেজন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং বাংলাদেশে নির্বাচন হবেই। কোনো ষড়যন্ত্র করে তা আটকে রাখা যাবে না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের গ্রেপ্তারের দাবিতে এবং সারা দেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

পরে বিক্ষোভ মিছিলটি তেজকুনিপাড়া হুন্ডামোড় থেকে শুরু হয়ে তেজগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাইফুল আলম নীরব বলেন, আমরা স্পষ্টভাষায় একটি কথা বলে দিতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়াটি কী? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে, একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেন, সারা বিশ্ব বা অন্য কোথাও জানা নেই।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কেবল জুলাই-আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফল, যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই আন্দোলনের চূড়ান্ত ধাপ ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন, যা আমরা ৫ আগস্ট অর্জন করেছি।

বিএনপির এ নেতা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ প্রত্যাশায় সারা দেশের মানুষ অপেক্ষা করছে। নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র জোরদার হয়েছে। আমরা চাই একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। জনগণ দ্রুত নির্বাচন চায়, কোনো ধরনের দেরি বা নাটক চায় না।

তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা সফল হবো, যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য আমরা ঐক্যবদ্ধ থাকি। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের করা যাবে না। আশপাশের অনেকেই ব্যক্তিস্বার্থে কাছে আসবে, পরে দলের দুঃসময়ে চলে যাবে। এসব সুযোগসন্ধানী থেকে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে।

নীরব বলেন, বিএনপি আশা করছে, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-৫ / মিন্টুকে বরণ করে নিলেন মতুয়া সম্প্রদায় হাজারো নারী-পুরুষ

‘জামায়াতের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির অপবাদ উদ্দেশ্যপ্রণোদিত’

ঐক্যে যাতে ফাটল না ধরে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে : সাকি

পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে খুন, গ্রেপ্তার ১

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

আইওজেএইচের পুরস্কার প্রত্যাহার করল ডিজিটাল মিডিয়া ফোরাম

আঙ্গোলায় অদ্ভুত প্রীতি ম্যাচে গোল–অ্যাসিস্টে আলো ছড়ালেন মেসি

মোহাম্মদপুরে গোপন ককটেল কারখানার সন্ধান, যা পাওয়া গেল

১০

ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি মহাসচিব

১১

পরকীয়ার জেরে ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা : এবার প্রেমিকা শামীমা গ্রেপ্তার

১২

বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৩

ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা করার কারণ জানা গেল

১৪

ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন : মোশারফ হোসেন

১৫

বিরোধ মিটালেন সালাউদ্দিন আহমদ, বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দোলা

১৬

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

১৭

ডিসেম্বরে তপশিল না হলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন সম্ভব নয় : দুলু

১৮

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

১৯

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

২০
X