বাসস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, আমি গত পরশুদিন আপনাদেরকে বলেছিলাম তিনি (খালেদা জিয়া) তার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন এবং সময় বলে দেবে তিনি (খালেদা জিয়া) কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মধ্যরাত ২টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবারই আমি জানিয়েছিলাম যে, খালেদা জিয়া তার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন।

তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটের এ সময়ে তার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ড. জোবায়দা রহমান, নাতি আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই, বড় বোনসহ অন্যান্য আত্মীয়-স্বজন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। অনেকে এখনো হাসপাতালে অবস্থান করছেন।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ হোসেন।

তিনি মেডিকেল বোর্ডের সদস্যদের নাম উল্লেখ করেন, যাদের মধ্যে রয়েছেন ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডা. জিয়াউল হক, প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, এজেডএম সালেহ, ডা. জাফর ইকবাল, ডা. মাসুম কামাল, প্রফেসর কেএম মহসিন ও প্রফেসর কেএম রেজা।

তিনি আরও বলেন, দেশের বাইরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর ডা. পেট্রিক টেনেরি, প্রফেসর ডা. জেনিফার ক্রস, প্রফেসর ডা. রিচার্ড, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান, ডা. রফিকউদ্দিন আহমেদ, জন হ্যামিল্টন, হামিদ রবসহ অন্যান্য চিকিৎসকরা ভার্চুয়ালি পরামর্শ দিচ্ছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, সকালে (সোমবার) মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে। এ অবস্থায় তিনি অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন। কাজেই এ অবস্থায় তার (খালেদা জিয়ার) পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান তার ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সোমবার রাত ১০টা ১০ মিনিটে তারা হাসপাতালে পৌঁছান।

গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর তারেক রহমান নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।

সোমবার সকাল, বিকেল ও রাতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া আজ হাসপাতালে গিয়েছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

পরে রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই তার চিকিৎসা চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

১১

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

১২

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৩

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৪

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

১৫

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

১৬

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

১৭

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১৮

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১৯

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

২০
X