সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামানকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদুজ্জামান কালবেলাকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে নির্বাহী কমিটির সদস্য পদ দিয়েছেন আমি তা পূরণ করবো ইনশআল্লাহ।
জানা গেছে, মোহাম্মদ শহীদুজ্জামান কক্সবাজারের রামুর রশিদনগরের মাছুয়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ফরিদ আহমদ ছিলেন তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। মাতা রিজিয়া আহমদ। তার বড় ভাই মোহাম্মদ খালেকুজ্জামান কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ছিলেন।
মোহাম্মদ শহীদুজ্জামান একজন প্রকৌশলী। ২৮ সেপ্টেম্বর ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে তৎকালীন চারদলীয় জোটের মনোনীত প্রার্থী তার বড় ভাই মোহাম্মদ খালেকুজ্জামান মৃত্যুবরণ করলে পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রার্থী হিসেবে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ফরিদ আহমদ ১৯২৩ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মৌলভী ফরিদ আহমদ নামে বেশি পরিচিত ছিলেন। তিনি আইনজীবী, রাজনীতিবিদ ও ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। তিনি তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য, গণপরিষদের সদস্য, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের চিফ হুইপ ও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ছিলেন।
মন্তব্য করুন