বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া অসুস্থ। তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি আমরা বহুবার করেছি, করছি। কিন্তু সরকার এখন পর্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা করছে না। এটা অত্যন্ত অমানবিক।
গত ৯ আগস্ট অসুস্থ হয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।
মেডিকেল বোর্ড জানিয়েছে, তাকে দ্রুত বিদেশে মাল্টিপারপাস অ্যাডভান্স সেন্টারে পাঠানো জরুরি। কারণ তার শারীরিক যে অবস্থা এখানে এর বেশি চিকিৎসার সুযোগ নেই।
গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। তার বিভিন্ন প্যারামিটারগুলোর উঠানামায় উদ্বিগ্ন চিকিৎসকরা। দলের বিভিন্ন স্তরে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হচ্ছে। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়া এবং মহানগর দক্ষিণের সদস্য সচিব কারাবন্দি রফিকুল আলম মজনুর সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল হয়। এ ছাড়া বাদ আসর একই স্থানে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী যুবদল।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা ও লিটন মাহমুদের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, আবদুল খালেক, আমিরুজ্জামান খান শিমুল, হায়দার আলী লেলিন, ফরহাদ হোসেন আজাদ, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, শফিকুল ইসলাম মিল্টন, ওলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্রদলের রাশেদ ইকবাল খানসহ মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন