কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘র’-এর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে উপদেষ্টা করা হয়নি : জুলাই ঐক্য

বিক্ষোভ মিছিলে জুলাই ঐক্যের নেতারা। ছবি : সংগৃহীত
বিক্ষোভ মিছিলে জুলাই ঐক্যের নেতারা। ছবি : সংগৃহীত

আইন ও বিচার ব্যবস্থার সংস্কার, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি ও গোপনে জুলাই গণহত্যাকারীদের জামিনে মুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ জোট ‘জুলাই ঐক্য’।

বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শিক্ষাভবন ঘুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাজার গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, সুস্পষ্ট একটা ভিডিও ফুটেজ বাংলাদেশে আছে, যেখানে একটা বন্ধু টেনে নিয়ে যাচ্ছে, আর অপর বন্ধুকে পুলিশ বারবার গুলি করেছিল, সেটা আমার ভাই। এ সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, জাতির সামনে উন্মোচন থাকা সত্ত্বেও, সে আসামিকে এ আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে, গোপনে জামিন দিয়ে দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। সেফ এক্সিট দেওয়া হয়েছে।

তারা বলেন, আইন উপদেষ্টাটাকে ‘র’-এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ভোগবিলাসিতা আর হাজার কোটি টাকা বাণিজ্য করার জন্য এতগুলো মায়ের সন্তান আহত-নিহত হয়নি। তাদের রক্ত দিয়ে, অঙ্গ দিয়ে তাকে বসানো হয়নি। বাংলার মানুষ আইন উপদেষ্টাকে মসনদে দেখতে চায় না।

জুলাই ঐক্যের নেতারা আরও বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী, যে কিনা আসামিদের গ্রেপ্তার না করে সেফ এক্সিট দিয়ে জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারীদের দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে। তাই আমাদের দাবি জুলাইয়ের গণহত্যাকারীদের সহযোগী দুটিকে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে। যদি কোনো শহীদ গণহত্যাকারীকে জামিন দেওয়া হয় এবং আহত যোদ্ধাদের সম্মানপূর্ণভাবে সঠিক সম্মান মর্যাদায় প্রতিষ্ঠিত না করা হয়, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব।

বক্তারা বলেন, আন্দোলনে আজকে প্রায় এক বছর পার হয়ে গেছে, আমরা তেমন কোনো দৃশ্যমান বিচার পাইনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা বসেছেন, তারা তাদের নিজেদের আখের গোছাতে ব্যস্ত। গত ৫৪ বছরে বাংলাদেশে যে পরিমাণে মা-বোন ধর্ষণের শিকার হয়েছে, সেই ’৭১-এ এতগুলো মা-বোন ধর্ষণ হয়নি। আমরা কার কাছে এ বিচার দেব? উপদেষ্টামণ্ডলীতে যারা রয়েছেন তাদের সহযোগিতায় শহীদ পরিবারের আসামিকে জামিন দেওয়া হয় না। আহত যোদ্ধাদের বিভিন্ন মামলায় হয়রানি করা হয়। আমরা বাংলাদেশকে এভাবে দেখতে চাই না। আমরা সংস্কারের পাশাপাশি মৌলিক সংস্কারের জনগণের প্রতিনিধি নির্বাচিত করে বাংলাদেশের সুষ্ঠু ও সুশৃঙ্খল একটি রাষ্ট্র হিসেবে পরিচালিত করবেন বলে মনে করি।

জুলাই ঐক্যের নেতারা বলেন, একজন উন্মাদ পাগল ফজলুল, আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমাদের জুলাই যোদ্ধাদের টোকাই বলে গালি দিয়েছেন। বিএনপির কিছু নেতাকর্মী যদি আমাদের বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ জুলাই বিপ্লবকে বানচালের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। আজকে জামায়াত, এনসিপি, বিভিন্ন সংগঠন শহীদদের রক্তের ওপরে দাঁড়িয়ে আছে। তাদের অবমাননা সহ্য করা হবে না। আসিফ নজরুলসহ যারা অন্তর্ভুক্ত রয়েছেন, আওয়ামী ফ্যাসিস্ট যারা রয়েছেন, তাদের আজকের এ জুলাই ঐক্য থেকে অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) ফেরদৌস, লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) হাসিনুর রহমান (বীর প্রতীক), মেজর (অব.) হায়দার, জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী, জুলাই রেভুলুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ, জাগ্রত জুলাইয়ের সভাপতি বোরহান মাহমুদসহ জুলাই ঐক্যের সংগঠকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : উমামা ফাতেমা 

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক সুনামির আশঙ্কা

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

ছোট্ট তিলেই লুকিয়ে থাকে ক্যানসার বীজ? যা বলছেন চিকিৎসক

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

১০

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১১

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

১২

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

১৩

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

১৪

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

১৫

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

১৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

১৭

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১৮

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১৯

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

২০
X