কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপি এখনো কোনো প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে এক ধরনের অপপ্রচার চলছে, যা গভীর ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি যখন এগিয়ে যাচ্ছে, তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি অভিযোগ করেন, এসব মহল একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে এবং বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে দলের ভেতরে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এটি বিএনপিতে বিভেদ সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি অশুভ প্রচারণা।

রিজভী স্পষ্টভাবে জানান, বিএনপি এখনো কোনো প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেয়নি। তিনি বলেন, আমরা স্পষ্ট করে জানাচ্ছি—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এখনো কোনো এলাকায় কোনো প্রার্থীকে চূড়ান্ত বা অঘোষিতভাবে মনোনয়ন দেয়নি। দলের নির্ধারিত গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই যোগ্য, জনপ্রিয় ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।

তিনি আরও বলেন, দলের মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করে পার্লামেন্টারি বোর্ড, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে মিডিয়ায় প্রকাশিত ‘সবুজ সংকেত’ বা কথিত তালিকার কোনো ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এবং নেতাকর্মীদের একযোগে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান বারবার বলে আসছেন—জনগণই বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস। জনগণের ভালোবাসায় থাকতে হবে, এবং জনগণকে ভালোবাসায় রাখতে হবে।

তিনি আরও জানান, তারেক রহমান নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে বিএনপির ৩১ দফা ‘জনগণের মুক্তির সনদ’ তুলে ধরার পরামর্শ দিয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে রিজভী বলেন, দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো, তিনিই প্রার্থী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

রিজভী সারা দেশের বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ভিত্তিহীন ও মনগড়া কোনো সংবাদে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে থাকুন এবং ধানের শীষের বিজয়ের জন্য প্রস্তুত থাকুন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

পিআর-টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল : ফখরুল

সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান লজ্জাজনক : আবিদ

পোর্টেবল ফ্যান কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

টানা বৃষ্টিতে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা 

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা

কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা নিহত ‎

আইসিসি থেকে বড় শাস্তি পেল ভারত

সানসিল্কের আমন্ত্রণে এসে দেশ ছাড়লেন হানিয়া আমির 

১০

যে কারণে সেরা স্কোরারের ট্রফি পাওয়া হলো না এমবাপ্পের

১১

জুবিন গর্গের মৃত্যুরহস্য, ফের ময়নাতদন্তের নির্দেশ

১২

অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে হবে : তাজনুভা 

১৩

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

১৪

সাংবাদিক দেখে পালালেন ভূমি কর্মকর্তা

১৫

গাজীপুরে প্রতিমা ভাঙচুর, আটক ২ কিশোর

১৬

বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, কারাগারে প্রেমিক

১৭

উত্তরাঞ্চলে এক বছরে সড়কে প্রাণ গেছে ৪৭৪ জনের

১৮

আখতারের ওপর হামলা কাপুরুষোচিত আচরণ : বিএনপি

১৯

আজ কীভাবে দিন-রাত সমান হলো?

২০
X