ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রকাশিত ছবিকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কেউ ছবি তুলতে চাইলে উনার পক্ষে না করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভারতের ওই পত্রিকায় সাক্ষাৎকারের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম স্পষ্টভাবে বলেছেন, এই সাক্ষাৎকার তিনি দেননি।
‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অফিসে যে কেউ আসতে পারেন। বিএনপি সবসময় উন্মুক্ত রাজনীতি করে- পল্টন বা গুলশান, সব অফিসই সবার জন্য খোলা। বিশেষ করে কেউ যদি সাংবাদিক পরিচয়ে গিয়ে মহাসচিবের সঙ্গে ছবি তোলেন, সেটি ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে শুধু একটি ছবি দিয়ে এটা প্রমাণ করা যায় না যে তিনি ‘এই সময়’-কে সাক্ষাৎকার দিয়েছেন।
এর আগে, ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া।
এতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লিখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন