

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা আবদুর রহিমের ইন্তেকাল হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বাদ মাগরিব মাদ্রাসায় নিজ কক্ষে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন লালবাগ মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আজ সোমবার জোহরের নামাজের পর তার নিজ বাড়ি কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে জানাজা অনুষ্ঠিত হবে।
মাওলানা আব্দুর রহিম ১৯৪১ সালের ৫ জুলাই কুমিল্লার মুজাফফরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার প্রখ্যাত মুরুব্বি মাওলানা শেখ জী (রহ.)-এর কাছে শিক্ষা জীবন শেষ করেন। পরে তার হাত ধরেই লালবাগ মাদ্রাসায় আসেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে মুফতি সাঈদ আহমাদ দেশবাসীর কাছে পিতার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।
মন্তব্য করুন