কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমা দিলেন আমান

মনোনয়নপত্র জমা দেন আমান। ছবি : কালবেলা
মনোনয়নপত্র জমা দেন আমান। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য মো. আমান উল্লাহ আমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

আমান বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের জনগণ অতীতে আমাকে চার চারবার বিপুল ভোটে জয়ী করে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি, জনগণের সঙ্গে আমার যে দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থা রয়েছে, সেটির প্রতিফলন এবারও ভোটের মাধ্যমে দেখা যাবে। ইনশাআল্লাহ, কেরানীগঞ্জবাসী এবারও আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

আমান বলেন, ঢাকা-২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি অতীতেও কাজ করেছেন এবং আগামী দিনেও জনগণের পাশে থেকে কাজ করতে চান।

তিনি বলেন, কেরানীগঞ্জের মানুষ আমার রাজনৈতিক জীবনের শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আবারও মাঠে নেমেছি।

নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই প্রার্থী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে এবং সেই রায় বিএনপির পক্ষেই যাবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুক। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি নাজিম উদ্দীন, যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বর ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, আমান উল্লাহ আমান কেরানীগঞ্জের মানুষের সুখ-দুঃখের পরীক্ষিত নেতা। তার নেতৃত্বেই ঢাকা-২ আসনে বিএনপি এবার শক্ত অবস্থানে রয়েছে। জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে আমান উল্লাহ আমানের বিজয় নিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হামিম 

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে একজোট হওয়ার আহ্বান হাবিবের

উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান : ডা. তৌহিদুর

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা

জার্নালিজম ভর্তিচ্ছুদের জন্য এসইউবির ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

১০

নির্বাচনে অংশ নেবেন না আনোয়ার হোসেন মঞ্জু

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

১২

জকসু নির্বাচন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

১৩

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩

১৪

শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

১৫

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মনোনয়নপত্র দাখিল

১৬

ইন্দোনেশিয়া  / বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

১৭

মনোনয়নপত্র জমা দিলেন আমান

১৮

হলিউডে এ বছরের আলোচিত ডিভোর্স 

১৯

ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন যিনি

২০
X