

চলমান বিপিএলের সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। তবে পরের ম্যাচেই হারের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয় দলটিকে। সিলেট পর্বে আরও দুই ম্যাচ খেলবে তারা। এই পর্ব শেষ করেই জাতীয় দলের দায়িত্ব পালনের লক্ষ্যে পাকিস্তানে ফিরে যাবেন রাজশাহীর ওপেনার শাহিবজাদা ফারহান। তার বদলি হিসেবে বিধ্বংসী ওপেনারকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিমকে নিয়েছে রাজশাহী। টি-টোয়েন্টি ফরম্যাটে মারকুটে ব্যাটার হিসেবেই পরিচিতি তিনি। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের তুলোধুনা করতে ওয়াসিমের জুড়ি নেই। ৩১ বছর বয়সী ওয়াসিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৯১টি। ১৫১ স্ট্রাইকরেটে রান করেছেন ৩১৮৪।
বর্তমানে আইএলটি২০ খেলছেন ওয়াসিম। সাকিব আল হাসানের সঙ্গে এমআই এমিরেটসের তিনি। আইএলটি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ওয়াসিম করেছেন ২৯৩ রান। স্ট্রাইকরেট প্রায় ১৩২। ইতোমধ্যে তাদের দল প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। প্রতিযোগিতার ফাইনাল ৪ জানুয়ারি।
ওয়াসিমকে স্বাগত জানিয়ে রাজশাহী ওয়ারিয়র্স লেখে, ‘আমরা আনন্দের সঙ্গে ওয়াসিমকে রাজশাহী ওয়ারিয়র্স পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছি! বিস্ফোরক ব্যাটিং ও নির্ভীক মানসিকতার জন্য পরিচিত এই তারকা মাঠে আগুন ঝরাতে এবং দলের নেতৃত্ব দিতে সম্পূর্ণ প্রস্তুত। চলুন, একসঙ্গে জয়যাত্রা শুরু করি।’
মন্তব্য করুন