রাষ্ট্র পরিচালনায় ৩ প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘পাঁচ আগস্টের পর রাজনৈতিক দলগুলো ধৈর্য না ধরায় দেশে চাঁদাবাজিসহ নানা অরাজকতার বিস্তার ঘটেছে।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) দলের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সবাই যদি ধৈর্য ধরত, তাহলে এখন শুনতে হতো না দেশটা চাঁদাবাজদের দখলে। তবে আমরা চেষ্টা করেছি, আমাদের দলের লোকদের হেফাজতে রাখার। দেখানো বহিষ্কার করিনি।’
তিনি আরও বলেন, ‘অতীতে জামায়াত নেতাদের সাজানো ও পাতানো আদালতে হত্যা করা হয়েছে।’
এ সময় রাষ্ট্র পরিচালনায় জামায়াতের ৩ দফা প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। সেগুলো হলো- ১. শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তন। ২. দুর্নীতি নির্মূল এবং ৩. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
মন্তব্য করুন