কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যেসব আসনে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারীদের এই দলটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে প্রার্থী ঘোষণা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন মনোনয়ন ঘোষণা করেছেন।

এনসিপির শীর্ষ দুই নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে ও সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন ঘোষণার পরে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাবে বা পাবে না, এটা বিবেচনা করেও নির্বাচন করছি না।’

এ ছাড়া ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। আর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৬ আসন থেকে প্রথম জাতীয় নির্বাচন করতে যাচ্ছেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনে এবং দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া ঢাকা- ৯ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ঢাকা ১৭ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন দলটির আরেক নেত্রী তাজনুভা জাবীন।

নরসিংদী-২ আসন থেকে নির্বাচন করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। টাঙ্গাইল-১ আসনে অভ্যুত্থানের সময় নিহত সাজিদের পরিবারের সদস্য সাইদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দলটি।

দিনাজপুর-৩ আসনে এনসিপির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদিরের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

এই আসনে বিএনপির ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন তিনি।

এর আগে এনসিপি নেতারা এই আসনে কাউকে মনোনয়ন না দেওয়ার কথা বললেও আজ মুকতাদিরকে প্রতীক দেওয়া হলো।

পটুয়াখালী-১ আসনে আইনজীবী জহিরুল ইসলাম মুসা, পটুয়াখালী-২ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝালকাঠি-১ আসন থেকে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদা আলম মিতু।

গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মণ শেরপুর-২ আসনে এনসিপির হয়ে নির্বাচন করবেন।

মনোনয়ন ঘোষণার আগে সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘যাদের তালিকা প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি জনগণের পক্ষ থেকে যদি কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, কোনো ধরনের দুর্নীতির, রাষ্ট্রবিরোধী, ঋণখেলাপী, সংস্কারবিরোধী অভিযোগ আসে তাহলে নাগরিক পার্টি যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করবে।’

প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবার ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন বলে জানান।

নির্বাচের দিন অনুষ্ঠেয় গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান মি. পাটওয়ারী।

একইসাথে দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়া এবং গণভোটে 'হ্যাঁ' ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন তিনি।

এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ দুপুরে পদত্যাগ করবেন, সে কারণেই তার জন্য ঢাকা ১০ আসন ফাঁকা রাখা হয়েছে কি না, প্রার্থীদের নাম ঘোষণার পর সাংবাদিকদের এমন প্রশ্নে নাসীরুদ্দীন পাটোয়ারী তাদের প্রতি শুভকামনা জানান।

এর আগে তিনি বলেন, ‘যে দুজন ছাত্র উপদেষ্টা তারা এখনো পদত্যাগ করেননি। পদত্যাগ করলে পরে আমরা কমেন্ট করতে পারব।’

পরে নির্বাচনের লক্ষ্য নিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, 'হ্যাঁ'-এর পক্ষে প্রচারণা করবে। এই হ্যাঁ অর্থ সংস্কার।’

প্রাথমিক তালিকায় যারা মনোনীত হননি, তাদের অবশ্যই বিবেচনা করার আশ্বাস দেন নাহিদ ইসলাম।

বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে যেসব আন্দোলনকারী সক্রিয় ছিলেন, তাদের অনেককে নিয়ে নতুন এই দল রাজনৈতিক কার্যক্রম শুরু করে।

এনসিপির প্রার্থী তালিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ টন পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

পুরোনো ফোন আমদানি নিয়ে সিদ্ধান্ত দিল সরকার

লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

আবার পিছিয়ে গেল ব্রাকসু নির্বাচন

রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, ফোন নিবন্ধন চলবে মার্চ পর্যন্ত

ডাকসুর সভায় গুম-খুন বন্ধে জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জাতীয় ঐক্যের দাবি

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে আত্মবিশ্বাসী সান্তোস

১০

আবারও হাফেজ আনাসের বিশ্বজয়

১১

ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে : তারেক রহমান

১২

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৩

পাশাপাশি ২ ভবন ধসে নিহত ১৯

১৪

১৪০ আসনে প্রার্থী দিল এনপিপি

১৫

৬ ঘণ্টার বেশি অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

১৬

খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন : ডা. জাহিদ

১৭

বরগুনায় টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে সেমিনার

১৮

শীতে ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি সেরা?

১৯

সাত ঘণ্টায়ও উদ্ধার হয়নি গভীর নলকূপে পড়ে যাওয়া শিশুটি

২০
X