কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

তারেক রহমানের গণসংবর্ধনা উপলক্ষে মঞ্চ। ছবি : কালবেলা
তারেক রহমানের গণসংবর্ধনা উপলক্ষে মঞ্চ। ছবি : কালবেলা

সতেরো বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে তারেক রহমানকে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তারেক রহমান। তার দেশে ফেরা ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। সরকারের পক্ষ থেকে নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভ্যর্থনায় এদিন বিপুল গণজমায়েত হবে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

দেশে ফেরার পর তারেক রহমানকে অভ্যর্থনা, তার কর্মসূচি এবং নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই সেখান থেকে তিনি যাবেন ঢাকার তিনশো ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে। ওই সমাবেশে তিনি একাই বক্তব্য দেবেন। সমাবেশ শেষ করে তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

এছাড়া এই কর্মসূচি ঘিরে যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে গণমাধ্যমকে জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সরকারের পক্ষ থেকে যেমন প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিমানবন্দরের রেড জোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে যাবেন শুধু দলের স্থায়ী কমিটির সদস্যরা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে যে জনসমাগম হবে, আয়োজনটি শৃঙ্খলাবদ্ধ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গণমাধ্যম কর্মীদের জন্যও নানা নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দর কিংবা অভ্যর্থনাস্থলে রেড জোনে প্রবেশ না করতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়েছে দলটি।

বিমানবন্দর এবং অভ্যর্থনাস্থলের জন্য আলাদা নিরাপত্তা পাস দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, যতটুকু নিরাপত্তা শঙ্কা আছে সেই লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার নিরাপত্তায় এসএসএফের বিষয়ে যে আলোচনা চলছে, সেটি সঠিক নয়।

এছাড়া তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক আয়োজন ঘিরে বিমানবন্দর ও তিনশ ফিট, উত্তরাসহ বিভিন্ন পয়েন্টে ২০টি মেডিকেল ক্যাম্প বসানো হচ্ছে।

তিনশ ফিট সড়কে মূল মঞ্চের কাছাকাছি ছয় শয্যার মেডিকেল ক্যাম্প এবং আইসিইউ অ্যাম্বুলেন্স থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ০৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে একই মাসের ১১ তারিখে লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেই থেকে এতদিন ১৭ বছর ধরে তিনি লন্ডনেই অবস্থান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদিকে নিয়ে নিলুফার মনির বিতর্কিত মন্তব্য, সোশ্যাল মিডিয়া তোলপাড়

রাজশাহী থেকে ঢাকায় যাবেন বিএনপির ৩৭ হাজার নেতাকর্মী

যশোর-৩ আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

মাগুরা-১ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান

রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

ভক্তদের জন্য বিশেষ পরিকল্পনা করছেন ‘কানতারা’ অভিনেতা 

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

ড. ইউনূসকে মার্কিন ৫ আইনপ্রণেতার চিঠি, যেসব বিষয়ে আহ্বান

তারেক রহমানের ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ ১০ প্রশ্নের উত্তর জানালেন মাহদী

১০

‘দৃশ্যম-৩’ থেকে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয় খান্না

১১

রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বৃহস্পতিবার, থাকবেন রেলপথসচিব

১২

তিনশবার কুপিয়ে হত্যা, সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

১৩

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

১৪

সিনেমার কায়দায় যাত্রীর প্রাণ বাঁচালেন স্টেশন মাস্টার

১৫

কোরআন ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হলেন বাংলাদেশি

১৬

স্কুটি চালিয়ে শপিংমলে, অতঃপর...

১৭

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঈশ্বরদী থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন

১৮

যে কারণে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী

১৯

ওড়ার পরপরই শক্তিশালী রকেটের বিস্ফোরণ

২০
X